শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইউটিউব বদলে দিয়েছে যে গ্রামের অর্থনীতি

শনিবারের সকাল ডেস্ক

ইউটিউব বদলে দিয়েছে যে গ্রামের অর্থনীতি

ইউটিউব দিয়ে ভাগ্যের চাকা ঘুরে গেছে অনেকেরই। সারা বিশ্বেই এখন চলছে অনলাইন মাতম। পৃথিবী পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। অনলাইনের এই যুগে কাউকে নির্ভর করতে হচ্ছে না অন্যের ওপর। নিজের মেধা থাকলে তা কাজে লাগিয়ে লাখ লাখ ডলার উপার্জন করতে পারছেন অনেকেই। মানুষ বিশ্বব্যাপী হয়ে উঠছেন স্বাবলম্বী। এদিকে ‘ইউটিউব গ্রাম’ নামে পরিচিতি পেয়েছে একটি স্থান। ছোট্ট একটি গ্রাম। যেখানকার বাসিন্দারা কিছুদিন আগেও অন্ন জোগাতে মাথার ঘাম পায়ে ফেলে চাষাবাদ করতেন। তারাই এখন কি না দিন-রাত ইউটিউবের পেছনে শ্রম দিচ্ছেন। ইউটিউবের নেশায় পড়েছেন তারা। কিন্তু তারা যে ইউটিউবে ভিডিও দেখে সময় পার করছেন এমনটা নয়। এই গ্রামের অনেক বাসিন্দাই এখন চাষাবাদ ছেড়ে নিজেদের প্রতিদিনের জীবনের আংশিক দৃশ্য ভিডিও করে ইউটিউবে আপলোড করছেন। আর সেসব ভিডিও পৌঁছে যাচ্ছে বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের কাছে। জায়গাটি ইন্দোনেশিয়ার মধ্য জাভার একটি ছোট গ্রাম। খাতাকলমে এর নাম কাসেগেরান। এই প্রত্যন্ত গ্রামে এখন ঘরে ঘরে জেঁকে বসেছে ইন্টারনেট। এ গ্রামের পিছিয়ে থাকা মানুষ ক্রমেই ইন্টারনেটের পরিচিত মুখ হয়ে উঠছেন। সেখানকার অনেক বাসিন্দারই ভাগ্য বদলে দিয়েছে ইউটিউব। এ কারণেই ‘ইউটিউব ভিলেজ’ নামে খ্যাতি অর্জন করেছে জাভার ছোট্ট গ্রামটি।

সবাই এখন চিনে ইন্দোনেশিয়ার ‘ইউটিউব গ্রাম’ নামে। এখান থেকেই উঠে আসছে নতুন সব ইউটিউব তারকা। বর্তমানে গ্রামটির অনেক মানুষই চাষাবাদ ছেড়ে ইউটিউবার হচ্ছেন। একজন আরেকজনকে দেখে উৎসাহিত হয়েই তারা পেশা বদলাচ্ছেন। এতে গ্রামের সার্বিক আর্থিক উন্নয়নও ঘটছে। শুরুটা হয় সিশ্বানতোর হাত ধরে। তিনি মোটরসাইকেলের মিস্ত্রি হলেও একজন জনপ্রিয় ইউটিউবার। মোটরসাইকেল মেরামত করার বিভিন্ন উপায় তিনি ভিডিওর মাধ্যমে দর্শককে জানান। তার ভিডিওগুলো দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। সিশ্বানতোকে নিয়ে প্রথমদিকে গ্রামে রীতিমতো সমালোচনা শুরু হয়ে যায়। তার রোজগারের খবর শুনে অনেকেই ভেবেছিলেন সিশ্বানতো হয়তো খারাপ কাজ করছেন। তাই গ্রামবাসীরা তাকে নিয়ে বিচারে বসেছিলেন। সেখানেই সিশ্বানতো ব্যাখ্যা করেছিলেন ইউটিউব থেকেও কীভাবে রোজগার করা যায়। আসলে এ গ্রামে প্রথম সিশ্বানতোই ইউটিউবার হয়ে ওঠেন। তার কথা জেনে ও বুঝে এখন অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করছেন। তারা সবাই নিজেদের সাধারণ জীবনের দৃশ্যই ভিডিওতে ফুটিয়ে তোলে।

সর্বশেষ খবর