শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শিপ্রা গোস্বামীর ছাদ এখন ফুলের স্বর্গরাজ্য

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

শিপ্রা গোস্বামীর ছাদ এখন ফুলের স্বর্গরাজ্য

ছাদ ভর্তি থরে থরে সাজানো কয়েকশ নানা রঙের টব। সেই টবে লাগানো হয়েছে ফল ফুলের গাছ। পুরো ছাদভর্তি অসংখ্য টবের কোনো গাছটিতে ঝুলছে আম, আমড়া, পেয়ারা, লেবু, মাল্টা, কদবেল, কামরাঙা, মরিচ, বেগুন, পুঁইশাক, শসা, লাল শাক। আর কোনোটিতে শোভা পাচ্ছে গন্ধরাজ, হাসনাহেনা, টগর, ক্যামেলিয়া, গোলাপসহ হরেক রকমের ফুল। বিশাল আকৃতির পুরো ছাদ জুড়েই যেন ফল আর ফুলের স্বর্গরাজ্য। এমনই একটি ছাদ বাগান গড়ে তুলেছেন প্রকৃতিপ্রেমী, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। শহরের হাবলি গোপালপুর এলাকার নিজ বাড়ির ছাদে পরম যত্নে ও মমতায় গড়ে তুলেছেন তিনি এই ছাদ বাগানটি। শিপ্রা গোস্বামী জানালেন, অনেকটা শখের বসেই তিনি ছাদ বাগান শুরু করেন। দিনভর নানা কাজে ব্যস্ত সময় পার করার পর যেটুকু সময় পান ছাদ বাগানের পেছনেই ব্যয় করেন তিনি। ছোটবেলা থেকে গাছ লাগানো তার পছন্দ ছিল। সেই স্কুল জীবন থেকে গাছের প্রতি যে মায়া জন্মেছিল তার সেটি এখনো রয়েছে। সুযোগ পেলেই নতুন নতুন জাতের গাছ লাগান। যে কোনো প্রজাতির গাছ লাগানোই যেন তার নেশায় পরিণত হয়েছে।

সর্বশেষ খবর