শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

গাছের চারার গ্রাম পরিহলপাড়া

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

গাছের চারার গ্রাম পরিহলপাড়া

পরিহলপাড়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত গ্রাম। কুমিল্লার বুড়িচং উপজেলার এ গ্রামে বছরজুড়ে লেগে থাকে গাছের চারা উৎপাদন, পরিচর্যা ও বিক্রির উৎসব। এ গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে নার্সারি। যার সংখ্যা ৩০টির বেশি। নার্সারির আয়ে এসেছে কৃষকের ঘরে সমৃদ্ধি। এ ছাড়া পাশের মণিপুর, কালাকচুয়া এলাকায়ও ২০টির মতো নার্সারি রয়েছে। পরিহলপাড়ায় গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশে ক্রেতাদের পিকাপ ভ্যান, রিকশা ভ্যানের সারি। কেউ এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে, কেউ চাঁদপুরের হাজিগঞ্জ থেকে। নার্সারির মালিক চারার দরদাম করছেন। শ্রমিকরা জমি থেকে চারা তুলছেন। অন্য শ্রমিকরা গাড়িতে চারা তুলে দিচ্ছেন। কপালের ঘাম গামছায় মুছে টাকা গুনছেন নার্সারির মালিক। হাতে নগদ টাকা পেয়ে খুশি তিনি। কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস থেকে এসেছেন ক্রেতা শাহ আলম। তিনি বলেন, তার ছোট নার্সারি আছে। এখানে বিভিন্ন ফলের গাছ পাওয়া যায় তাই এসেছেন। তিনি আম্রপালি আমের চারা, পেয়ারা, জলপাই, মাল্টা ও কমলার চারা কিনেছেন।  এ ব্যবসা করে পরিবার নিয়ে ভালো আছেন। এ গ্রামে ১৯৯২ সালে প্রথম নার্সারি স্থাপন করেন আবদুল হাকিম। তার দেখাদেখি অন্য নার্সারি গড়ে ওঠে। 

সর্বশেষ খবর