শিরোনাম
শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা
কৃতিত্ব

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী

সাজেদা আক্তার সানজিদা

শনিবারের সকাল ডেস্ক



অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী

লাদেশি বংশোদ্ভুত নারী সাজেদা আক্তার সানজিদা। অংশ নিচ্ছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের ওয়াটসন ইলেকটোরাল ডিভিশন থেকে নির্বাচনে। যার কল্যাণে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের  ইতিহাস গড়া হলো- ছয় দশকের ইতিহাসে। সানজিদা বাংলাদেশি বংশোদ্ভুত
নারী জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে স্থানীয় সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন। নির্বাচনে সানজিদা প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে। রাজনৈতিক এই দলটির ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম নারী মনোনয়ন পেলেন। তবে তাকে লড়তে হবে বিরোধী নেতা টনি বার্কের সঙ্গে। টনি বার্ক লেবার পার্টির সরকারের অভিবাসনমন্ত্রী ছিলেন এবং সেই এলাকা থেকে পাঁচবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এলাকাটি লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। এ ক্ষেত্রে নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সাজেদাকে। এ ছাড়াও, ক্ষমতাসীন দলের অতিরিক্ত পশ্চিমাঘেঁষা নীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়া, কভিড-১৯ মোকাবিলায় ব্যর্থতা ও পেনশনভোগীদের পাশে না দাঁড়ানো নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সানজিদা যে আসন থেকে লড়ছেন সেই আসনে ২০১৬ ও ২০১৯ সালে নির্বাচন করেছিলেন তার স্বামী সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু।

স্থানীয় কমিউনিটির কাছে সানজিদা গ্রহণযোগ্য একজন সংগঠক, সবার প্রিয় মুখ। বেশ কয়েকটি বাংলাদেশি সংগঠনের হয়ে তিনি দীর্ঘদিন কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : উইমেন্স কাউন্সিল, ফাগুন হাওয়া, বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও সেভ দ্য উইমেন। তিনি লিবারেল পার্টির লাকেম্বা ব্রাঞ্চের সাধারণ সম্পাদক। সানজিদা বলেন, ‘জাতীয় নির্বাচন সব দেশেই সব নির্বাচনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। তাই প্রবাসে প্রতিটি বাংলাদেশির দায়িত্ব আমার পাশে দাঁড়ানো।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া যেহেতু বহুজাতিক দেশ তাই আমি চেষ্টা করব সব কমিউনিটির জন্য কাজ করতে। তবে যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি তাই অবশ্যই আমার নিজের কমিউনিটির কথাই প্রথমে ভাবব।’                                 

সর্বশেষ খবর