শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

পেশায় নার্স, নেশায় বডি বিল্ডার

পেশায় নার্স, নেশায় বডি বিল্ডার

নাম লিপিকা দেবনাথ। পেশায় নার্স; কিন্তু বডি বিল্ডিং যেন তার নেশা। বাবার অনুপ্রেরণাতেই ছোটবেলা থেকেই বডি বিল্ডিংয়ের অনুশীলন। যার সুফলস্বরূপ সম্প্রতি মিলেছে জাতীয় স্তরের উইমেন্স বিকিনি ফিটনেস বডিবিল্ডিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান।

লিপিকার বাড়ি ত্রিপুরায়। তবে কর্মসূত্রে থাকেন মালদহ শহরে। শহরটির চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। লিপিকার বডি বিল্ডিংয়ের (শরীরচর্চা) শখ ছেলেবেলা থেকেই। তবে কর্মসূত্রে মালদহে এসে ভর্তি হয়েছিলেন জিম সেন্টারে। স্থানীয় গভর্মেন্ট কলোনি জিমে আট মাস বডি বিল্ডিংয়ের প্রশিক্ষণ নেন তিনি। জাতীয় স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতার পুরস্কারের পাশাপাশি মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেন লিপিকা। মহারাষ্ট্রের পুনেতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই মিস্টার ও মিসেস ইউনিভার্স ২০২২ প্রতিযোগিতা। সেখানে অংশগ্রহণ করেন মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স লিপিকা দেবনাথ। তাঁর এমন সাফল্য স্বাভাবিকভাবেই খুশি পরিবার ও প্রশিক্ষক। গণমাধ্যমকে লিপিকা জানান, এমন সাফল্যের জন্য বাবা তাঁকে অনেকটাই সাহায্য করেছেন। লিপিকা চান আগামীতে আরও বড় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। নিজের কাজের পাশাপাশি চালিয়ে যেতে চান এই বডি বিল্ডিং।

সর্বশেষ খবর