শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা
অনুপ্রেরণীয়

হাজার পাঠাগারে বই দিতে চান সাকিল

বিনামূল্যে ২০ হাজার বই বিতরণ

নজরুল মৃধা, রংপুর

হাজার পাঠাগারে বই দিতে চান সাকিল

পাঠাগারের মাধ্যমে একটি সমাজ-দেশ আলোকিত হতে পারে। সরকারি উদ্যোগ ছাড়াও দেশের নানা প্রান্তে অনেকেই ব্যক্তি উদ্যোগে পাঠাগার তৈরি করেন। এসব পাঠাগারে জ্ঞানচর্চার পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটে। অনেকে এখানে চিত্তের বিকাশ ঘটানোর সুযোগ পান। লাইব্রেরিমুখী হলে তরুণদের মধ্যে উন্নত জীবনের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা গড়ে ওঠে। তেমনি মহল্লাভিত্তিক পাঠাগার নির্মাণের লক্ষ্যে রংপুর বিভাগের ৮ জেলায় শতাধিক পাঠাগারে প্রায় ২০ হাজার বই বিনামূল্যে বিতরণ করেছেন সাকিল মাসুদ নামে এক ব্যক্তি। তিনি ১ হাজার পাঠাগারে বিনামূল্যে বই দিয়ে বই পড়ার আন্দোলন গড়ে তুলতে চান। মূলত বেসরকারি পর্যায়ে পাঠাগার স্থাপনের আন্দোলন হিসেবে তিনি এই বই বিতরণ করছেন। গত পাঁচ বছর ধরে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এসব নতুন পাঠাগারে বই প্রদানের  মাধ্যমে মানুষকে বইমুখী করে আসছেন তিনি। সাকিল একটি প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন। রংপুরের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সংগ্রহ ও সংরক্ষণকেন্দ্র হিসেবে পরিচিত ওই প্রকাশনের উদ্যোগে ১৮ এপ্রিল বৃহত্তর রংপুরের ৫ জেলার ২৪টি বেসরকারি পাঠাগারে বিনামূল্যে ১ হাজার বই বিতরণ করা হয়। এর আগে ২৯ জানুয়ারি ২ হাজার বই ১৯ পাঠাগারে বিতরণ করেন। গত বছরের ১৫ অক্টোবর ২১টি পাঠাগারে ৩ হাজার বই প্রদান করা হয়। মুজিববর্ষ ২০২০ উপলক্ষে ২৭টি পাঠাগারে আড়াই হাজার বই বিতরণ করা হয়। এ ছাড়াও বিভিন্ন সময়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটরিয়া পাঠাগার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গুনগুন পাঠাগার, শহীদ শংকু বিদ্যানিকেতন পাঠাগার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পাঠাগারসহ বহু নতুন পাঠাগার স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ করেন সাকিল মাসুদ। এই তালিকায় রয়েছে মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, কবিতা-গল্প ইত্যাদি বই। সাকিল মাসুদ বলেন, আমি প্রকাশক হলেও লাভের জন্য বই প্রকাশ করি না। ভালো মানের  বই বিনামূল্যে ছাপিয়ে পাঠকের হাতে তুলে দেই। মূলত এই অঞ্চলে ১ হাজার পঠাগার বেসরকারি পর্যায়ে গড়ে উঠুক এই লক্ষ্যে বই বিতরণ করছি। আমি চাই উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষ বইমুখী হোক। জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক। বিশুদ্ধ সমাজ বিনির্মাণে, জঙ্গিবাদ, মৌলবাদী অপসংস্কৃতি রোধ করতে হলে বইয়ের কোনো বিকল্প নেই। পাঠ অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই।

কবি বাদল রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। সাকিলের মানুষের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া অনুকরণীয় হতে পারে।  তিনি বই পড়ার অভ্যাস গড়ার জন্য অন্য প্রকাশকদের এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ খবর