শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

২০ বছর বয়সেই বদলে দিলেন ইন্টারনেট দুনিয়া

শনিবারের সকাল ডেস্ক

২০ বছর বয়সেই বদলে দিলেন ইন্টারনেট দুনিয়া

বর্তমান বিশ্বের বহুল ব্যবহৃত ওয়ার্ডপ্রেস প্রতিষ্ঠা করে হইচই ফেলে দেন ম্যাট মুলানভেগ। ২০০৫ সালে তিনি ২০ বছর বয়সে অটোম্যাটিক প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি অটোম্যাটিক থেকেই ওয়ার্ডপ্রেসের সূচনা করেন। ওয়ার্ডপ্রেস মূলত ব্লগিং প্ল্যাটফরমের জন্য ব্যবহৃত একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সময়ে বর্তমানে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে উঠেছে। পুরো ইন্টারনেট দুনিয়ার শতকরা ৯০ ভাগ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি।

ম্যাট মুলানভেগের ব্যাপারে অন্যতম রোমাঞ্চকর তথ্য হলো- অন্যসব সফল উদ্যোক্তার মতো তিনিও কলেজ ড্রপআউট ছিলেন। ওয়ার্ডপ্রেসের সফলতা এখন তার সম্পদের পরিমাণকে প্রায় ৪০০ মিলিয়ন ডলারে নিয়ে গেছে।

সর্বশেষ খবর