শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

লাইব্রেরিতে বই পড়লে রঙিন চা ফ্রি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

লাইব্রেরিতে বই পড়লে রঙিন চা ফ্রি

লাইব্রেরির সামনে কাগজে লেখা, আসুন, বসুন, বই পড়ুন। নিন আপনার চা। বসা ফ্রি। বই ফ্রি। বই পড়লে চা ফ্রি। এটি কুমিল্লা নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ একাদশ শাখার রোড এলাকার দৃশ্য। ব্যতিক্রমী ঘোষণা দিয়ে পাঠকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে লিপিকা লাইব্রেরি।

বৃহস্পতিবার বিকালে লাইব্রেরির সামনে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী প্লাস্টিকের টুলে বসে পড়ছেন নানা রকমের বই। কাউকে লাইব্রেরির স্টাফ ধোঁয়া ওড়া রঙিন চা এগিয়ে দিচ্ছেন। কারও বইয়ে চোখ সঙ্গে রঙিন চায়ে চুমুক। রঙিন চা থেকে ভেসে আসছে মসলার সুঘ্রাণ। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শ্রেণির পাঠকের ভিড় থাকে।

কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা ফাইজা জানান, ‘বাসা নগরীর পশ্চিম মাথা বাগিচাগাঁওয়ে। কলেজ ছুটির পরে কোচিং থাকে। মাঝের সময়টুকু এখানে বসি। ক্লাসের বা গল্পের যে কোনো বই পড়তে পারি। সঙ্গে বিনামূল্যে চাও পাই। এখানে সময় কাটাতে ভালো লাগে।’

ভিক্টোরিয়া কলেজের ছাত্র আবু সুফিয়ান বলেন, এটি ভালো উদ্যোগ। মানুষ এখানে বসে বই পড়ে, দেখে কিনতে পারে। কুমিল্লায় এটি নতুন আইডিয়া। এতে পাঠক বাড়বে বলে আশা করছি।

তরুণ আইনজীবী নাজমুল বারী চৌধুরী বলেন, সময় কাটানোর জন্য বসে পড়ার সুযোগ নগর জীবনে তেমন নেই বললেই চলে। সঙ্গে বিনামূল্যে চা সত্যি উপভোগ্য বিষয়। প্রায় বিকালে এখানে বিভিন্ন প্রকার বইয়ের স্বাদ নিতে চলে আসি। লিপিকা লাইব্রেরির স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফুর রহমান জানান, এটি আমাদের পারিবারিক ব্যবসা। ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স, মাস্টার্স পাস করেছি। ছাত্র থাকাকালীন সময়ে দেখেছি, শিক্ষার্থীরা ক্লাসের গ্যাপে কোথাও বসার জায়গা নেই। অনেকে বিভিন্ন মার্কেটে ঘুরে সময় কাটায়। এ ছাড়া তরুণ প্রজন্ম মোবাইল ফোনে আসক্ত। তাদের বইমুখী করতে আমাদের এ উদ্যোগ।

সর্বশেষ খবর