শিরোনাম
শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

সবজি চাষের গ্রাম বাসুলী

দিনাজপুর প্রতিনিধি

সবজি চাষের গ্রাম বাসুলী

স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে পরিবেশবান্ধব, রাসায়নিক সার ও বালাইনাশক ছাড়াই নিরাপদ সবজি চাষ করছেন দিনাজপুরের খানসামার চাষিরা। খানসামায় ৪.৮ একর জমিতে এই নিরাপদ সবজি চাষ হয়েছে। বাসুলী গ্রামের চারদিকে সবুজ সবজির খেতে ভরা। গ্রামের প্রায় সবাই এ চাষে এগিয়ে এসেছে। এ ছাড়াও শুশুলী ও ফরিদাবাদসহ বিভিন্ন গ্রামেও চাষ হচ্ছে বিষমুক্ত চালকুমড়া, করলা, পটোল, শসা, বেগুন ও পানিকুমড়া ইত্যাদি। যা বাজারে বিক্রি শুরু হয়েছে।

কৃষিক্ষেত্রে সবজি চাষে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার এবং নানা ধরনের কীটনাশক ব্যবহারে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। ঠিক এ সময়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে খানসামার বাসুলী গ্রামসহ বিভিন্ন গ্রামের কৃষক। তবে নিরাপদ এসব সবজির দাম অন্য সবজির চাইতে কিছুটা বেশি বলে জানান কৃষকরা। এরপরও এর চাহিদা রয়েছে ব্যাপক। নিরাপদ সবজি চাষ করা অধিকাংশ কৃষকই খানসামার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের বাসিন্দা। ইতিপূর্বেও এ এলাকায় নিরাপদ সবজি চাষে ব্যাপক সাফল্য পায়। উপজেলা কৃষি বিভাগ জানায়, পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় চলতি বছর বাসুলী গ্রামে ১.৮ একর এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে ৩ একরসহ উপজেলার মোট ৪.৮ একর জমিতে নিরাপদ সবজি চাষ হয়েছে। এতে সার্বক্ষণিক কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নিরাপদ সবজির জমিগুলোতে দেখা যায়, খেতের মাঝে কীটপতঙ্গ দমন পদ্ধতি হিসেবে স্থাপন করা হয়েছে সেক্সফেরোমন ফাঁদ। এতে প্লাস্টিক বক্স ব্যবহার করা হয়। যার দুই পাশে তিন কোনা ফাঁক থাকে। পুরুষ পোকাকে আকৃষ্ট করতে স্ত্রী পোকার শরীর থেকে নিঃসৃত এক রকম রাসায়নিক পদার্থ বা স্ত্রী পোকার গন্ধ ব্যবহার করা হয় ফাঁদে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর