শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

কাতার বিশ্বকাপে প্রধান চিকিৎসক বাংলাদেশি আয়েশা

শনিবারের সকাল ডেস্ক

কাতার বিশ্বকাপে প্রধান চিকিৎসক বাংলাদেশি আয়েশা

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। মূলপর্বের দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত এখন চূড়ান্ত। আগামী নভেম্বরে বসছে কোটি ভক্তের প্রিয় এই আসর।   এবারের কাতার ফুটবল বিশ্বকাপে স্টেডিয়াম ৯৭৪-এ খেলা চলাকালীন মাঠের প্রধান চিকিৎসক হিসেবে কর্মরত থাকবেন বাংলাদেশি নারী চিকিৎসক  আয়েশা পারভিন। ২০২১ সালের শেষদিকে অনুষ্ঠিত আরব কাপের দায়িত্বে ছিলেন বাংলাদেশি এই চিকিৎসক। তার সাফল্যে খুশি পরিবার, আত্মীয়-স্বজনসহ শুভাকাক্সক্ষীরা।

এ ছাড়া কাতারে ফুটবল বিশ্বকাপের কর্মযজ্ঞ ও অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রেই জড়িয়ে রয়েছে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদান। এবার বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরে খেলোয়াড়দের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশি নারী ডাক্তার আয়েশা পারভিন। ফেলোর মেডিকেল টিমের দায়িত্বে থাকার কথা রয়েছে তার। এর আগে কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ফিফা আরব কাপে চিকিৎসাসেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

বাংলাদেশি এই চিকিৎসক বলেন, ‘প্রতিটি ফুটবল কাপে সাধারণত পুরুষ চিকিৎসক থাকে। কিন্তু ফিফার নতুন নিয়ম অনুযায়ী পুরুষের পাশাপাশি মহিলা চিকিৎসকও রাখার নিয়ম করা হয়েছে। এ অনুযায়ী আরব কাপে কাতারে ছয় স্টেডিয়ামে একজন করে নারী চিকিৎসক রাখা হয়। যার মধ্যে স্টেডিয়াম ৯৭৪-এর দায়িত্বে ছিলাম আমি। তাই আশা করছি বিশ্বকাপেও এই স্টেডিয়ামের দায়িত্বে থাকতে পারব।’

২০২১ সালে তারকা ফুটবলারদের খেলা দেখেছেন একেবারে কাছ থেকে। দিয়েছেন চিকিৎসাসেবাও। প্রতিটি ম্যাচে পেশাদারিত্বের দিকে বেশি নজর দিয়েছেন তিনি। ফুটবলারদের সুস্থতা নিশ্চিতে আয়েশা পারভিন বলেন, ‘ফিজিশিয়ানের দায়িত্ব পালনের কারণে অনেক বিখ্যাত ফুটবলারকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। কিন্তু নিজের আবেগকে দমিয়ে রেখে পেশাদারিত্বকে বেশি গুরুত্ব দিয়েছি। ফুটবলারদের সুস্থতা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। সবসময় সেটি করার চেষ্টা করেছি।’

সর্বশেষ খবর