শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা
চার যুগের সাধনা

সিদ্দিকুরের রৌপ্য ব্যাঘ্র অর্জন

নজরুল মৃধা, রংপুর

সিদ্দিকুরের রৌপ্য ব্যাঘ্র অর্জন

৪৮ বছর আগের কথা। ছিলেন রংপুর জিলা স্কুলের ছাত্র। তখন সহকারী শিক্ষক জয়েন উদ্দিনের হাত ধরে বয়স্কাউটে পথচলা শুরু করেন তিনি। পথচলার চার যুগ পর তিনি স্কাউটসে পেয়েছেন দারুণ সফলতা। বলছি সিদ্দিকুর রহমানের কথা। রংপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, রংপুর জিলা স্কুলের সাবেক ছাত্র, রংপুর জিলা স্কাউটসের সাবেক কমিশনার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার প্রশিক্ষক সিদ্দিকুর রহমানকে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদকে ভূষিত করা হয়েছে। ২৭ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের ৫০তম বার্ষিক সাধারণ সভায়  রাষ্ট্রপতি ও চিফ স্কাউটস মো. আবদুল হামিদ ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এ পদক প্রদান করেন। তার এই অর্জনে গর্বিত রংপুরের মানুষ।

মো. সিদ্দিকুর রহমান ১৯৬৪ সালে রংপুর শহরের মুন্সিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রংপুর উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশ বেতারের রংপুর নগর সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সিদ্দিকুর রহমান রংপুর জিলা স্কুলে অধ্যয়নকালে ১৯৭৪ সালে বয়স্কাউট হিসেবে দীক্ষা গ্রহণ করেন। স্কুলের স্কাউট দলের ট্রুপ লিডার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ১৯৮০-৮২ সালে কারমাইকেল কলেজে রোভার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় জেলা, আঞ্চলিক ও জাতীয় সমাবেশ, রোভার মুটে সক্রিয় অংশগ্রহণ করেন নিজ বিদ্যালয় ও কলেজের ইউনিট থেকে। ১৯৮৫ সালে স্কাউট লিডার বেসিক কোর্সে অংশগ্রহণ করে বয়স্ক নেতা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।  সিদ্দিকুর রহমান বলেন, জয়েন উদ্দিন স্যারের হাত ধরে যখন স্কাউটের দীক্ষা গ্রহণ করি তখন থেকেই সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য, নিজের প্রতি কর্তব্য, অপরের প্রতি কর্তব্য, আদর্শ, দায়িত্বশীল ও সুনাগরিক হওয়ার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি।

সর্বশেষ খবর