মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্রমণকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় ভোলার মনপুরা দ্বীপ। প্রাকৃতিক অপূর্ব দৃশ্যের দেখা মেলে এখানে। পুব আকাশের সূর্যোদয় আর নীল আকাশের পশ্চিম প্রান্তে সাগরের বুকে সূর্যাস্ত দেখার জন্য মনপুরায় ঘুরতে আসে মানুষ। প্রাণী ও উদ্ভিদ সম্পদের বৈচিত্র্যে ভরপুর মনপুরায় একটি বারের জন্য পা না রাখলে বোঝাই যাবে না এখানে প্রকৃতির কী রূপ লুকিয়ে আছে। যাতায়াত ও অবকাঠামো উন্নয়নের দিক থেকে অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এতদিন বিদ্যুৎ ছিল প্রধান অন্তরায়। কয়েক শ বছরের পুরনো এ দ্বীপের বেশির ভাগ শিশুর পড়াশোনার ক্ষেত্রে কুপিবাতিই ভরসা। প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার, এক্স-রেসহ গুরুত্বপূর্ণ পরীক্ষার কাজে ব্যাঘাত ঘটে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবসা-বাণিজ্যের প্রসার তেমন একটা হয়নি। সেখানে এখন আশার আলো দেখা দিয়েছে। মনপুরায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ অফগ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। চলতি বছরেই এ বিদ্যুৎ কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে দুর্গম দ্বীপ মনপুরার প্রায় ৯০ হাজার গ্রাহক। দেশের অফগ্রিড এলাকায় বিদ্যুৎ বিতরণে তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়ন করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। দেশের মোট ভূখণ্ডের শতকরা মাত্র এক ভাগ হলেও আরইবিতে এমন এলাকার গ্রাহক রয়েছেন আড়াই লাখের মতো। খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের বিদ্যুৎ সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান আরইবি সংশ্লিষ্টরা। মনপুরার পাশাপাশি ঢালচর, কলাতলির চর ও কাজিরচরে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে। এতে ওই এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসাসেবার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য বিশেষ করে পর্যটন খাতের ব্যাপক প্রসার ঘটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেড এ দ্বীপে সোলার-ব্যাটারি-ডিজেল হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে। ১০ মেগাওয়াট ক্ষমতার এ অফগ্রিড সৌরবিদ্যুৎ সিস্টেমে বিদ্যুৎ উৎপাদন করে দিনের বেলায় ৩ মেগাওয়াট এসি বিদ্যুৎ সরাসরি ব্যবহার করা হবে। বাকিটা ব্যাটারিতে সঞ্চিত থাকবে। এ জন্য স্থাপন করা হবে বিশাল আকারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাংক। রাতে কিংবা কুয়াশায় সূর্যের আলো না থাকলেও ২৪ ঘণ্টা পর্যন্ত সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করা যাবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টানা কয়েক দিন বৃষ্টি অথবা কুয়াশার কারণে সৌরবিদ্যুতের উৎপাদন ব্যাহত হলে তখন বিকল্প হিসেবে ডিজেল জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করে তা সরবরাহ করা হবে। কেন্দ্রটি থেকে ২০ বছর ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কিনতে চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলছেন, সরাসরি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত না থাকায় দুর্যোগ কিংবা বড় ধরনের সংকট ছাড়া সেখানে কোনো লোডশেডিং থাকবে না।
শিরোনাম
- বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- রাজাকারের কোনও তালিকা মন্ত্রণালয়ে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- উৎখাতের পর বাশার আল-আসাদের বাবার সমাধিতে অগ্নিসংযোগ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা
- দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
- তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র
- অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : ডিএমপি কমিশনার
- নোবিপ্রবিতে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন
- টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে মিরাজ
- ‘শিপিং খাত থেকে এই প্রথম ৪৭৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা’
- আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত
- রুটকে পেছনে ফেলে টেস্টে এক নম্বর ব্রুক
- শাবিপ্রবিতে ‘অযৌক্তিক ফি’ বাতিলের দাবিতে মানববন্ধন
- সাবেক বিমান প্রতিমন্ত্রীর জামিন স্থগিত চেয়ে আবেদন
- বিএনপির লংমার্চ: আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত
- নতুন শিক্ষার্থীদের শতভাগ আবাসনের আশ্বাস শেকৃবি উপাচার্যের
- লংমার্চ থেকে ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির
- কুড়িগ্রামে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রকাশ:
০০:০০, শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
দেশের সবচেয়ে বড় অফগ্রিড প্ল্যান্ট
সৌরবিদ্যুতে আলোকিত হবে মনপুরা
আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
কেন্দ্রটি থেকে ২০ বছর ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কিনতে চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর