বাংলাদেশের নাম আরও একবার বিশ্ব দরবারে উচ্চারিত হলো জিনাত ফেরদৌসের কৃতিত্বে। আন্তর্জাতিক নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন এই তুখোড় বক্সার। পোল্যান্ডে অনুষ্ঠিত ‘সিলেসিয়ান ওপেন’ আসরে তিনি সবার নজর কাড়েন। জিনাত ফেরদৌস একজন পেশাদার বক্সার। বাংলাদেশি বংশো™ূ¢ত এই বক্সার বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রেই বক্সিং শিখেছেন জিনাত। সেখানেই নিজেকে তৈরি করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক পেশাদার বক্সিং টুর্নামেন্টে লড়ছেন। জয় তো বটেই, লড়াকু মনোভাবের কারণে তিনি হয়ে উঠেছেন খবরের শিরোনাম। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক আসরে বাংলাদেশের পতাকা জড়িয়ে জয় উদযাপন করেছেন তিনি। ইউরোপীয় বক্সিং কনফেডারেশনের আয়োজনে ২-৭ সেপ্টেম্বর পোল্যান্ডের গ্লিউইসে অনুষ্ঠিত হয় ১৯তম আন্তর্জাতিক সিলেসিয়ান নারী বক্সিং চ্যাম্পিয়নশিপ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৭টি দেশ অংশ নেয় এই টুর্নামেন্টে। প্যারিস অলিম্পিকে খেলা অনেক বক্সার অংশ নেন এই প্রতিযোগিতায়। ৫২ কেজি এলিট ক্লাব ওজন শ্রেণিতে হাঙ্গেরির কাতা প্যাপকে দুই বাউটে ৫-০ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ইউক্রেনের দারিয়া ওলহার কাছে হেরে ব্রোঞ্জ জেতেন জিনাত। পদক জিতে উচ্ছ্বসিত জিনাত গণমাধ্যমকে বলেন, ‘ইউরোপিয়ান বক্সিং কনফেডারেশনে বাংলাদেশ এই প্রথম কোনো পদক জিতল। ভবিষ্যতে এই টুর্নামেন্টে ৫০ কেজিতে খেলব। জিনাত কোয়ার্টার ফাইনালে প্রথম বাউটে জিতেই পদক নিশ্চিত করে নেন। পোল্যান্ড থেকে পদক জিতে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন জিনাত ফেরদৌস। সেখানে গিয়ে এ সাফল্য সম্পর্কে বলেছেন, ‘পোল্যান্ডের গ্লিউইসে একটি প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছি। বক্সিং ফেডারেশনের একজন কর্মকর্তার তথ্যমতে এটি ইউরোপীয় বক্সিং কনফেডারেশন থেকে জেতা বাংলাদেশের প্রথম পদক।’
এর আগে ২৩ এপ্রিল প্রথম বাংলাদেশি হিসেবে আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিংয়ে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। ৫০ কেজি ওজন বিভাগের ফাইনালে এ বক্সার হারিয়েছেন ইথিওপিয়ান এক বক্সারকে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া তাকে নিয়ে লিখেছে, ‘জিনাতের পারফরম্যান্স, অভিজ্ঞতা ও লড়াইয়ের দক্ষতা দুর্দান্ত।’
বাংলাদেশ বক্সিং ফেডারেশন তাকে বাংলাদেশি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এশিয়ান গেমসেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন জিনাত ফেরদৌস।
জিনাতের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের অ্যাস্টোরিয়ায়। দুই ভাইবোন। জিনাত ফিরদৌস ও নজমুল ফিরদৌস নাজ। বাবা বেলায়েত ফিরদৌস। মা শাহনাজ ফিরদৌস তুলি। বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জে এবং মায়ের বাড়ি পাবনায়। ১৯৮৭ সালে এই দম্পতি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। জিনাত ফিরদৌসের বক্সিংয়ে আবির্ভাব ২০২৩ সালে। ২০২৩ সালের মধ্য জুলাইয়ে জিমন্যাস্টিকস ফেডারেশনের আমন্ত্রণে ২৯ বছর বয়সি জিনাত এসেছিলেন ঢাকায়। রিংয়ে উঠে বাংলাদেশি বক্সারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।