চিতই পিঠা বিক্রি করে আবদুল কাদের মাসে আয় করেন লাখ টাকা। আগে তিনি রিকশা চালাতেন। এখন স্বামী-স্ত্রী দুজনে মিলে পিঠা বিক্রি করেন। একসঙ্গে সাতটি চুলায় পিঠা তৈরি করেন আবদুল কাদের। তার পিঠা বানানোর কৌশল দেখতেও ছুটে আসেন অনেকে। মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের গোকুলনগর গ্রামে থাকেন আবদুল কাদের। রিকশা চালিয়ে অনেক কষ্টে চলত তার সংসার। সে সময় এক পিঠা বিক্রেতার কাছ থেকে পরামর্শ পান এ কাজে ভাগ্যবদল করার। ২০১২ সালে স্ত্রী রুবি আক্তারকে সঙ্গে নিয়ে পিঠা বিক্রি শুরু করেন তিনি। মানিকগঞ্জ বাজারের উত্তর পাশে রাস্তার কাছে তিনি পিঠা বিক্রি করেন। এখন তার মাসে আয় ১ লাখ টাকা। কাদের জানান, প্রতিদিন ৯০০ থেকে ১ হাজার পিঠা বিক্রি করেন তিনি। প্রতিটি পিঠা ১০ টাকা করে বিক্রি হয়। একেকটি পিঠায় তিন টাকার মতো লাভ হয়। আবদুল কাদের পিঠা বিক্রি করেই শহরের নউখন্ডা এলাকায় সাড়ে ৫ শতক জমি ক্রয় করে বাড়ি করেছেন। তার দুই কন্যা সন্তান রয়েছে। তারা স্কুলে লেখাপড়া করে। তার দোকানে পিঠার সঙ্গে দেওয়া হয় ধনেপাতা, সরিষাবাঁটা, শুঁটকি ভর্তাসহ বিভিন্ন ধরনের ভর্তা। নানান পদের ভর্তা দিয়ে মজাদার চিতই পিঠা খেতে তার দোকানে বিভিন্ন এলাকা থেকে লোক ভিড় করেন। বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে পিঠা বিক্রি। তবে সন্ধ্যার পর থেকেই বিক্রি বাড়ে। রীতিমতো লাইন ধরে তার দোকানে পিঠা খেতে হয়। গরম-গরম পিঠা দোকানে বসে খাওয়া শেষে অনেকেই পরিবারের জন্য নিয়ে যান। সরেজমিন দেখা যায় কাদেরের দোকানে লোকজন পিঠার জন্য অপেক্ষা করছেন। কেউ বসে খাচ্ছেন, কেউ বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন। আবদুল কাদের ছাড়াও আজিজুল হক, ফরমান আলীসহ জেলায় শতাধিক ব্যক্তি এভাবে চিতই পিঠা বিক্রি করে জীবিকা অর্জন করছেন। গড়ে প্রতিজন ৫০০ পিঠা বিক্রি করেন বলে জানা যায়। তাদের হিসাব অনুযায়ী, জেলায় প্রতিদিন ৫ লাখ টাকার চিতই পিঠা বিক্রি হয়। কেউ কেউ ভাপা পিঠাও বিক্রি করেন। আসল খেজুরের গুড় কম পাওয়া যাওয়ায় ভাপা পিঠার কদর কিছুটা কমেছে। আবদুল কাদেরের মতো শহরের রিজার্ভ ট্যাংকের পাশে বসে আজিজুলও প্রতিদিন ৫০০ পিঠা বিক্রি করেন। তিনিও মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করেন বলে জানান।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই : জামায়াত আমির
- ছেলের হাতে বাবা খুন, ১০ মাস পর রহস্য উদঘাটন
- জবিতে বুলিং-র্যাগিংয়ের বিরুদ্ধে উপাচার্যের জিরো টলারেন্স ঘোষণা
- ঢাবির চারুকলা ও আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- শেষ ওভারে ছক্কায় খুলনার জয়
- আগামী রবিবার গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
- বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাচ্ছে : নাহিদ ইসলাম
- ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস
- বগুড়ায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- নির্বাচনের জন্য যেন আবারো রাজপথে নামতে না হয়: শামা ওবায়েদ
- পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী উত্তীর্ণ, অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি
- মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের
- সরকারের সঙ্গে সমঝোতা আলোচনা বাতিল করলেন ইমরান খান
- রবীন্দ্র সৃষ্টিতে মুগ্ধতা ছড়ালো শিল্পীরা
- ৭ মামলার আসামি ‘ব্রিফকেস হান্নান’ গ্রেফতার
- ভারতশাসিত কাশ্মিরে স্বাধীনতার ভোর আসবে : পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
- কারাগারে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর
চিতই পিঠা বিক্রি করে মাসে আয় লাখ টাকা
মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
নানান পদের ভর্তা দিয়ে মজাদার চিতই পিঠা খেতে আবদুল কাদেরের দোকানে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করেন। বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে পিঠা বিক্রি। প্রতিদিন ৯০০ থেকে ১ হাজার পিঠা বিক্রি করেন তিনি...
এই বিভাগের আরও খবর