পড়ালেখার পাশাপাশি সাহসী উদ্যোগ নিয়েছেন কলেজশিক্ষার্থী মো. জোবায়ের হোসেন ওরফে পরান। নদীর তীরে নিজের মেধা আর শ্রম দিয়ে খাঁকি ক্যাম্বেল ও জিং ডিং জাতের হাঁস পালন করে ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। ছোট পরিসরে শুরু করলেও ভালো লাভ হওয়ায় ভবিষ্যতে আরও বড় করার ইচ্ছা আছে তার। ২০২৫ সালের ২৪ মার্চ নিজে কিছু করার অভিপ্রায়ে তিনি ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকায় পাঁচ শতক জমি ভাড়া নেন। ১ হাজার ২০০টি এক দিন বয়সি হাঁসের বাচ্চা এনে খামার শুরু করেন। শুরুতে খামার পরিচালনায় অনেক কষ্ট হলেও তিনি হার মানেননি। পরে কিছু হাঁস বিক্রি করে দিয়ে সাড়ে ৪০০ খাঁকি ক্যাম্বেল ও জিং ডিং জাতের হাঁস পালন করে সফলতার দেখা পেয়েছেন। বর্তমানে তাঁর খামারের সাড়ে ৩০০ হাঁস প্রতিদিন ডিম দিচ্ছে। প্রতিদিন হাঁসগুলোর খাবার, ওষুধ ও যত্নে খরচ হয় প্রায় ২ হাজার ৫০০ টাকা। তবে প্রতিদিনের খরচ বাদ দিয়েও তিনি লাভবান হচ্ছেন। প্রতিটি ডিম পাইকাররা খামার থেকেই ১৩ থেকে ১৪ টাকা দরে কিনে নিয়ে যান। পরান ২০১৯ সালে এসএসসি পাস করেন। বর্তমানে বিরামপুর সরকারি কলেজের মানবিক বিভাগে অধ্যয়নরত। পরানের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের অনেক তরুণও হাঁসের খামার গড়ে তুলেছেন। এখন নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে একাধিক ছোট-বড় হাঁসের খামার। স্থানীয়রা জানান, জোবায়ের হোসেন ওরফে পরানের এ সফলতা স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণার নাম। অনেকে তাঁর খামার দেখতে আসেন, পরামর্শ নেন, কেউ কেউ নতুন খামার শুরু করার প্রস্তুতিও নিচ্ছেন। বেলাল সরকার, ফারুক আহমেদ, সুজন মিয়া ও মশিউর রহমানসহ কয়েকজন যুবক এখন হাঁসের খামার করে ভালো আয় করছেন। মো. জোবায়ের হোসেন ওরফে পরান জানান, আমি খামারে সময় দিই প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত। খাবার তৈরি থেকে শুরু করে হাঁসের যত্ন, ডিম সংগ্রহ সব কিছু আমি নিজেই করি। এই খামার শুরু করতে মোট ৪ লাখ টাকা বিনিয়োগ করেছি।’ বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী বলেন, ‘শীতকালে হাঁসের ডিমের চাহিদা বেড়ে যায়। হাঁসের ডিমে উচ্চমানের প্রোটিন ও ক্যালসিয়াম থাকে যা পুষ্টিকর ও আমিষসমৃদ্ধ। বর্তমানে খামারিরা এসব ডিম স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন হ্যাচারিতে সরবরাহ করছেন। একদিকে স্থানীয় চাহিদা পূরণ, অন্যদিকে দেশের নানা প্রান্তে ডিম রপ্তানি করে খামারিরা লাভবান হচ্ছেন।’
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
নদীর তীরে হাঁসের খামার
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর