বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
গোয়ার মুখ্যমন্ত্রী ও বাজুস সভাপতির সাক্ষাৎ

ব্যবসায়িক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়িক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ভারতের অঙ্গরাজ্য গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা-গোয়া সরাসরি বিমান পরিষেবা চালু, ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাসহ নানা বিষয়ে আলোচনা করেন তাঁরা। গোয়ায় জুয়েলারি ব্যবসায়ীদের এক শীর্ষ সম্মেলন চলাকালে তাঁরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জানা গেছে, গোয়ার বিলাসবহুল হোটেল তাজে সৌজন্য সাক্ষাতে মিলিত হন দুজন। এ সময় দুই দেশের পর্যটনশিল্প এবং স্বাস্থ্যসেবা খাতকে আরও এগিয়ে নিতে গোয়া থেকে সরাসরি ঢাকায় ফ্লাইট চালু করার বিষয়টি উঠে আসে। গোয়ার মুখ্যমন্ত্রী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ-ভারতের পর্যটন খাত নিয়ে সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে তাদের আলোচনায়। একই সঙ্গে দুই দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়ই একমত পোষণ করেন।

শুধু তা-ই নয়, স্বাস্থ্যসেবা খাতকেও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বসুন্ধরার এমডির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সাক্ষাতে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে ঢাকা-গোয়া সরাসরি কোনো বিমান চলাচল ব্যবস্থা নেই বলে জানান সায়েম সোবহান আনভীর। সায়েম সোবহানের অনুরোধে সরাসরি ঢাকা-গোয়া বিমান সেবা চালুর প্রতিশ্র“তি দেন গোয়ার মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাংলাদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান গোয়া।  সে জন্য এই রুটে বিমান চলাচল শুরু  হলে ভোগান্তির দ্রুত অবসান হবে বলে আশাবাদী সবাই।

সর্বশেষ খবর