বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

বিলেতে আলোচিত বাংলার মুখ এমপি রুশনারা আলি

বিলেতে আলোচিত বাংলার মুখ এমপি রুশনারা আলি

যুক্তরাজ্যের রাজনীতিতে নিজের পাকাপোক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলি। ব্রিটিশ লেবার পাটির এই এমপি ২০১০ সাল থেকে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের সংসদ সদস্য। ২০১৯ সালের ১২ ডিসেম্বরের নির্বাচনে টানা তিনবার তিনি এ আসনের নির্বাচিত এমপি। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার অধীন রুশনারার আসনটি লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১০ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে রুশনারা আন্তর্জাতিক উন্নয়ন ও শিক্ষাবিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য ছিলেন। কনজারভেটিভ সরকারের আমলেও তিনি বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূতের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে লেবার পার্টি থেকে পদত্যাগ করেন। তার দল ক্ষমতাসীন দলের সঙ্গে একমত হয়ে ইরাকে সামরিক আগ্রাসন চালানোর প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। তিনি এ ধরনের যুদ্ধ কখনোই সমর্থন করতে পারেন না বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন। রুশনারা আলির জন্ম ১৯৭৫ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তিনি মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যান। তিনি লন্ডনের মালবেরি স্কুলস অব গার্লস ও টাওয়ার হ্যামলেট কলেজে শিক্ষা লাভ করেন। টাওয়ার হ্যামলেটে বেড়ে ওঠার সময়ে তার বাবা হাতের কাজ করতেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। মাইকেল ইয়ংয়ের গবেষণা সহকারী হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন ও টাওয়ার হ্যামলেটস সামার বিশ্ববিদ্যালয়ের জন্য সংস্কার প্রজেক্টের কাজ করেন, যেখানে মুক্ত শিক্ষার কর্মসূচি চালু আছে ১১ থেকে ২৫ বছর বয়সীদের জন্য। ভাষা সংযোগের উন্নতির জন্য তিনি কাজ করেন যা একটি জাতীয় দূরালাপনী ব্যাখ্যাকারী কর্মকান্ড, যেখানে ১০০টির মতো ভাষায় এটা করা হয়। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ওনা কিং ইয়ের সংসদ সহকারী ছিলেন। মানবাধিকার বিষয়ে তিনি বিদেশি কার্যালয়ে কাজ করেন ২০০০-২০০১ সাল পর্যন্ত। এর আগে রুশনারা আলি গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন আই পিপিআরে। বার্নলে, ওল্ডহ্যাম ও ব্র্যাড ফোর্ডে ২০০১ সালের দাঙ্গার ফলে স্থানীয় ও জাতীয় মাধ্যমকে গতিশীল করার জন্য একটি কর্মকান্ডের নেতৃত্ব দেন তিনি।

সর্বশেষ খবর