বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

র‌্যামসগেটের মেয়র রওশন আরা

র‌্যামসগেটের মেয়র রওশন আরা

মানিকগঞ্জের সিঙ্গাইরের মেয়ে রওশন আরা ১৩ বছর বয়সে প্রকৌশলী বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যের র‌্যামসগেট শহরে ‘তন্দুরি’ নামে একটি রেস্টুরেন্টের মালিক তিনি। সেখানে তিনি লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৭ সালে লেবার পার্টি থেকে এমপি পদে সামান্য ব্যবধানে হেরে যান। সর্বশেষ ২০১৯ সালের ১৪ মে নির্বাচনে বিপুল ভোটে র‌্যামসগেট শহরের মেয়র নির্বাচিত হন তিনি। এতে প্রথমবারের মতো শহরটি কোনো এশীয় বংশো™ূ¢ত মেয়র পেল। রওশন আরা দীর্ঘদিন ধরে শহরটির গৃহহীন মানুষের উন্নয়নে কাজ করছেন। মেয়র নির্বাচিত হওয়ার পর উচ্ছ্বসিত রওশন আরা বলেন, ‘শহরের মেয়র নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। এটা সম্মানের। বৈচিত্র্যময় সমাজের সব মানুষের স্বার্থে আমি কাজ করে যেতে চাই।’ তিনি আরও বলেন, ‘সমাজকর্মী হিসেবে কাজ চালিয়ে যেতে চাই। সমমনাদের ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে চাই।’ মেয়র হওয়ার পর গত বছর তিনি প্রথমবারের মতো সিঙ্গাইরে আসেন।

সর্বশেষ খবর