শিরোনাম
বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী নীনা আহমেদ

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী নীনা আহমেদ

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে আলোচিত নাম ড. নীনা আহমদ। ১৯৯০ সালে ২১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন তিনি। পেনসেলভানিয়ার রাজধানী ফিলাডেলফিয়ায় বসবাসকারী নীনা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনে অসাধারণ নেতৃত্ব দেন। ২০১৪ সালে ওবামা তাকে তার শক্তিশালী এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত করেন। ২০১৫ সালে নীনা ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র নির্বাচিত হন। ফিলাডেলফিয়ার মেয়র তাকে এশিয়ান আমেরিকান কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নীনা আহমেদের প্রেরণা। ডেপুটি মেয়র হওয়ার পর তিনি মেয়রকে নিয়ে প্রথমবারের মতো ফিলাডেলফিয়ায় দেশি-বিদেশি ব্যক্তিদের আমন্ত্রণ করে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করেন। তিনি তার বক্তৃতায় বলেন, ‘আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি, তাই আমি আর কিছু ভয় পাই না। কী ভয়ঙ্কর ছিল সেই সময়। শিশু হওয়া সত্ত্বেও আমার মা আমার চুল ছেলেদের মতো কেটে রাখত। আমি তিরিশ লাখ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছি, এখানে যতই রাজনীতি করি না কেন, আমি বাংলাদেশকে সব সময় আপ্রাণ সাহায্য করব।’

সর্বশেষ খবর