বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

দেশ দেশে সফল কূটনীতিক আসিফ আনোয়ার

এই সফল কূটনীতিকের বেড়ে ওঠা লন্ডনে। তবে তার পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুরে...

প্রতিদিন ডেস্ক

দেশ দেশে সফল কূটনীতিক আসিফ আনোয়ার

পেশাদার কূটনীতিক আসিফ মনোয়ার। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এই সফল কূটনীতিকের বেড়ে ওঠা লন্ডনে। তবে তার পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুরে। ১৯৭৭ সালে তিনি ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। বাবার কর্মসূত্রে শৈশবের অনেকটা সময় কেটেছে বাংলাদেশ, পাকিস্তান, জাপান, পোল্যান্ড ও ইরানসহ বেশ কিছু দেশে। বাংলার পাশাপাশি, ফিলিপিনো, ফারসি, উর্দু, ইংরেজি প্রভৃতি ভাষায় তার দখল আছে। কাজের ক্ষেত্রে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন তিনি। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত থাইল্যান্ডে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সাল থেকে তিনি ফিলিপাইনে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি একজন সফল ব্যাংকার হিসেবেও সুপরিচিত। ২০১৪ সালে তিনি সিভিল সার্ভেন্ট অব দ্য ইয়ার হিসেবে ব্রিটিল মুসলিম অ্যাওয়ার্ড অর্জন করেন।

সর্বশেষ খবর