বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
স্বপ্নারা খাতুন

ব্রিটেনের প্রথম বিচারক

প্রতিদিন ডেস্ক

ব্রিটেনের প্রথম বিচারক

ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ পান বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের স্বপ্নারা খাতুন। ব্রিটেনে বিচারক পদে তিনিই প্রথম কোনো বাংলাদেশি যিনি বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। স্থানীয় সংসদ সদস্য ক্রিস গ্রেলিংগ-লর্ড চ্যান্সেলরের সুপারিশের ভিত্তিতে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেক্ট করেছিলেন। ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের নিম্বর আলীর কন্যা। শিক্ষাজীবনে অধ্যয়ন শেষে স্বপ্নারা খাতুন সাউথ ইস্টার্ন সার্কিট বেইসড এর লন্ডন ফ্যামিলি কোর্টে জাজ হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশি স্বপ্নারা খাতুন উচ্চ পর্যায়ে অবদান রেখে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এ ছাড়া যুক্তরাজ্য প্রবাসী ১০০ প্রভাবশালী বাংলাদেশির তালিকায় উঠে আসেন তিনি। ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক স্বপ্নারা খাতুনকে ঘোষণা করা হয়েছিল বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবেও। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর