এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী ♦ আওয়ামী লীগ সরকার ‘ব্যবসাবান্ধব সরকার’। আমরা চাই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ইকোনমি। ♦ হাওয়া ভবনের মতো খাওয়া ভবন নেই। ব্যবসায়ীদের কেউ ঝামেলা করবে না। ♦ গ্রামীণ অর্থনীতির পরিবর্তন করেছে সরকার। ♦ স্মার্ট বাংলাদেশ গঠনে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। ♦ …