এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী
♦ আওয়ামী লীগ সরকার ‘ব্যবসাবান্ধব সরকার’। আমরা চাই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ইকোনমি।
♦ হাওয়া ভবনের মতো খাওয়া ভবন নেই। ব্যবসায়ীদের কেউ ঝামেলা করবে না।♦ গ্রামীণ অর্থনীতির পরিবর্তন করেছে সরকার।
♦ স্মার্ট বাংলাদেশ গঠনে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হবেন।
♦ নতুন প্রজন্ম উঠতি জনশক্তি। তাদের উৎসাহিত করতে চাই।
♦ আজকে আমাদের সামনে আছে চতুর্থ শিল্পবিপ্লব। যেখানে বেশির ভাগ দক্ষ জনশক্তি দরকার। শুধু স্বপ্ন দেখলেই চলবে না, স্বপ্ন বাস্তবায়নেরও যোগ্যতা অর্জন করতে হবে।
♦ এটুকু দাবি করতে পারি, ১৪-১৫ বছর আগে অর্থাৎ সাড়ে ১৪ বছর আগে যে বাংলাদেশ ছিল এখন আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি।
♦ এগিয়ে আসুন, আপনারা কাজ করুন। ২০৪১-এর মধ্যে ক্ষুধা-দারিদ্র্য মুক্ত স্মার্ট সোনার বাংলা আমরা গড়ে তুলব।