বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

ঈদ কেনাকাটায় ভরসা অনলাইন শপ

ঈদ কেনাকাটায় ভরসা অনলাইন শপ

ছবি : মনজু আলম

করোনাভাইরাসে স্থবির সবকিছু। ঘরবন্দী মানুষ, বন্ধ রয়েছে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক কাজকর্ম। দোরগোড়ায় ঈদুল ফিতর। তবে করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপনের নির্দেশনা দিচ্ছে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর। এই ঈদকে কেন্দ্র করে রমজানের শুরু থেকেই থাকে নানা পরিকল্পনা। কিন্তু করোনার কারণে বেশির ভাগ শপিংমল বন্ধ। এমন পরিস্থিতিতে ঈদ শপিংয়ের একমাত্র ভরসা অনলাইন শপ। ঈদ শপিংকে কেন্দ্র করে কোনো অনলাইন শপ বা ই-কমার্স প্রতিষ্ঠান ক্রেতাদের পণ্য ক্রয়ের বিপরীতে দিচ্ছে নগদ ছাড়, ক্যাশব্যাক এবং উপহার। কেউ কেউ দিচ্ছে গিফট ভাউচার। আবার কেউ দিচ্ছে ফ্রি ডেলিভারি। ফলে সংক্রমণের ঝুঁকি নিয়ে মার্কেটে শপিং করার চেয়ে ঘরে বসেই কেনাকাটায় থাকছে অবারিত সুযোগ। তাই ঘরবন্দী মানুষ এবারের ঈদ কেনাকাটায় নির্ভর করছেন ই-কমার্স ও এফ-কমার্সের ওপরই। আজকের ডিল ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানা অফার দেবে, আর ছাড় ঘোষণা করবে। বিকাশের মাধ্যমে অর্ডার করলেই আজকের ডিল সারা দেশে যে কোনো পণ্য পৌঁছে দেবে কোনো ডেলিভারি খরচ ছাড়াই। ঈদ উপলক্ষে ইভ্যালি ‘ফ্যাশন এক্সপ্রেস’ নামের একটি সেবা চালু করেছে। এখানে যেকোনো ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বিক্রেতা তার একটি এক্সপ্রেস শপ খুলতে পারবেন।

অনলাইন শপগুলোর পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউস তাদের পণ্যের বিকিকিনি করছেন অনলাইনের মাধ্যমে। দেশীয় ফ্যাশন হাউস আড়ং তাদের আউটলেট ছাড়াও তাদের ওয়েবসাইটে পণ্য বেচাকেনা করছে। এদিকে  ফ্যাশন বিষয়ক প্রতিষ্ঠান জেন্টেলপার্ক অনলাইনে পোশাক বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি দেবে। এ ছাড়া, দারাজ ডট কম ও চালডাল ডট কমও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে। যদিও দুই ই-কমার্সই দেশে ছুটি শুরুর (লকডাউন) পর থেকে গ্রাহকদের জন্য জরুরি সেবা দিয়ে আসছে।

সর্বশেষ খবর