বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শেখ কামাল টুর্নামেন্টে ৫ বিদেশি দল

ক্রীড়া প্রতিবেদক

আগা খান গোল্ড কাপ, প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টগুলোর জায়গা এখন স্মৃতির খেরো খাতায়। এক সময় টুর্নামেন্টগুলোতে খেলতে সারা বিশ্ব থেকে আসতো নানা ক্লাব। কিন্তু টুর্নামেন্টগুলো না হওয়ায় ভালোমানের খেলা উপভোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন ফুটবলপ্রেমীরা। ফুটবলপ্রেমীদের সেই হতাশায় এবার জল ঢেলে দিচ্ছে চট্টগ্রাম আবাহনী ক্লাব। ক্লাবটি বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের নামে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। এএফসি অনুমোদিত টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮ দল এবং যার পাঁচটিই বিদেশি।  টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার মার্কিন ডলার এবং রানার্স আপ ১০ হাজার মার্কিন ডলার। টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ১৭ অক্টোবর। টুর্নামেন্টের আইটিনারি এখনো হয়নি। টুর্নামেন্টকে টায়ার-২’র স্বীকৃতি দিয়েছে এএফসি। টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা মোহামেডান। বিদেশি দলগুলোর মধ্যে ভারতের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং ও ইস্ট বেঙ্গল, পাকিস্তানের করাচি ইলেকট্রিক, আফগানিস্তানের ডি স্প্রিঙ্গার বাজান এবং শ্রীলঙ্কার সলিড এসসি অংশ নিবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর