বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

স্বাগতিকদের টিকে থাকার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হচ্ছে আজ। সন্ধ্যা সাড়ে ৭টায় এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। উদ্বোধনী ম্যাচে ঢাকা আবাহনী করাচি ইলেকট্রিক ক্লাবকে হারালেও চট্টগ্রাম আবাহনী হেরে যায় কলকাতা ইস্টবেঙ্গলের কাছে। সেক্ষেত্রে আজ জিতলেই ঢাকা আবাহনীর সেমিতে ওঠা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম-আবাহনীর বাঁচা-মরার লড়াই বলা যায়। হারলেই তাদের সেমিতে খেলা আশা প্রায় শেষ হয়ে যাবে। পেশাদার লিগে চট্টগ্রাম আবাহনীর অবস্থান ছিল নিচে। কিন্তু টুর্নামেন্টে শক্তি বাড়াতে রানার্সআপ শেখ রাসেল থেকে একাধিক খেলোয়াড় সংগ্রহ করেছে। শক্তির বিচার তাই এমিলিদের কিছুটা এগিয়ে রাখা যায়। কিন্তু ম্যাচ জেতা কি সম্ভব হবে?

এ ব্যাপার কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, কলকাতা ইস্টবেঙ্গলের কাছে হারলেও ছেলেরা কিন্তু খারাপ খেলেনি।

দ্বিতীয়ার্ধে যেভাবে প্রতিপক্ষকে চেপে ধরেছিলাম তাতে আমাদের জেতা উচিত ছিল। প্রতিপক্ষ হিসেবে ঢাকা আবাহনী অবশ্যই শক্তিশালী। ৩-২ ব্যবধান হলেও করাচির বিপক্ষে তারা গতিময় খেলা খেলেছে। জিততে হলে প্রতিটি পজিশনে জ্বলে উঠতে হবে। আমার বিম্বাস চট্টগ্রাম আবাহনী দর্শকদের হতাশ করবে না।

ঢাকা আবাহনীর কোচ অমলেশ সেন বলেন, করাচির বিপক্ষে আরো বড় ব্যবদানে জেতা উচিত ছিল। প্রথমার্ধে আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও দ্বিতীয়ার্ধে বেশ ক’জন খেলোয়াড় ক্লান্ত হয়ে পড়েন। এতে করে করাচি পরাজয়ের ব্যবধান কমিয়ে আনে। চট্টগ্রাম আবাহনীকে হারাতে পারলে সেমিতে খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে। আশা রাখি খেলোয়ারা জয় নিয়েই মাঠ ছাড়বে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা ইস্টবেঙ্গল ও করাচি ইলেকট্রিক সিটি। বিকাল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। চ্যানেল নাইন আজ দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে। 

সর্বশেষ খবর