শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দিলশানকে নিয়ে দুই দলের টানাটানি

ক্রীড়া প্রতিবেদক

দিলশানকে নিয়ে দুই দলের টানাটানি

‘প্লেয়ার বাই চয়েজ’ প্রক্রিয়ায় লটারিতে কাল ১৯ বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করেছে ছয় ফ্র্যাঞ্চাইজি। তবে লটারি প্রক্রিয়ার বাইরে থেকে নিয়েছে ২৪ ক্রিকেটারকে। এর মধ্যে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকরত্নে দিলশানকে নিয়ে টানাহেঁচড়া চলছে চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্সের মধ্যে। দুই ফ্র্যাঞ্চাইজির দাবি, তাদের সঙ্গে চুক্তি করেছে দিলশান। ভালোভাবে শেষ হওয়া বিপিএলের ‘প্লেয়ার্স বাই চয়েজ’ প্রক্রিয়ায় বিতর্ক শুধু এটুকুই। আগামী দুই-তিনদিনের মধ্যে এই বিতর্কের সমাধান করা হবে, জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক, ‘দুই-তিনদিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’ তবে চট্টগ্রাম ভাইকিংসের অন্যতম পরিচালক আকরাম খান জানিয়েছেন, দিলশানের সঙ্গে চুক্তির কাগজপত্র তারা জমা দিয়েছেন। 

লটারিতে ১৪৭ বিদেশি ক্রিকেটারের মধ্যে কাল লটারিতে ক্লাব চূড়ান্ত হয়েছে মাত্র ১৯ জনের। তবে ছয় ফ্র্যাঞ্চাইজি এদের ছাড়াও ২৪ ক্রিকেটারকে দলভুক্ত করেছে লটারির বাইরে। এদের দলভুক্ত করার অনুমতি ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের। অবশ্য প্রতিটি ক্রিকেটারের জন্য চুক্তির কাগজপত্র জমা দিতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। চুক্তির বাইরের আলোচিত ক্রিকেটারদের অন্যতম লঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমের, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, সুনিল নারিন, মারলন স্যামুয়েলস। এদের কারও কারও পারিশ্রমিক দেড় লাখ ডলার। গেইল খেলছে ম্যাচ প্রতি ৩৫ হাজার ডলারে। সাঙ্গাকারা ১ লাখ ৭০ হাজার ডলার, রায়ান ডেস ক্যাট, রবি বোপারা, আফ্রিদি  দেড় লাখ ডলারে। বিদেশি ক্রিকেটারদের অবশ্য চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০, ‘সি’ ৪০ ও ‘ডি’ ৩০ হাজার ডলার। বিসিবি ক্রিকেটারদের সর্বোচ্চ ৭০ হাজার ডলারের গ্যারান্টি নিবে। বাকি অর্থের নিশ্চয়তা ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি সমঝোতায় ঠিক করবে।            

তালিকার বাইরের ২৪ বিদেশি ক্রিকেটার

ঢাকা ডিনামাইটস : কুমার সাঙ্গাকারা, রায়ান টেন ডেসকাট, মোহাম্মদ ইরফান, ইয়াসির শাহ, নাসির জামসেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : শোয়েব মালিক, সুনিল নারিন, আহমেদ শেহজাদ, মারলন স্যামুয়েলস।

চিটাগং ভাইকিংস : মোহাম্মদ আমের, চামারা কাপুগেদারা, এলটন চিগুম্বুরা, উমর আকমল।

বরিশাল বুলস : ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, কেভন কুপার, এভিন লুইস।

সিলেট সুপার স্টারস : শহীদ আফ্রিদি, রবি বোপারা, ব্র্যাড হজ, অজন্থা মেন্ডিস।

রংপুর রাইডার্স : ড্যারেন স্যামি, থিসেরা পেরেরা, লেন্ডল সিমন্স।

সর্বশেষ খবর