শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বাঁচা-মরার লড়াই ঢাকা মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল গোলের খেলা। দল যতই ভালো খেলুক না কেন, গোল না পেলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হবে। ঢাকা মোহামেডানের অবস্থা হয়েছে তাই। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান ডি স্প্রিঙ্গার বাজানে বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলে। কিন্তু ১-০ গোলে হার মানতে হয়েছে। এই হারে তাদের সেমিফাইনাল খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। আশা জাগিয়ে রাখতে আজ দ্বিতীয় ম্যাচে মোহামেডানকে জিততেই হবে। এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা সলিড এসসি। যারা প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও কলকাতা মোহামেডানকে ২-১ গোলে পরাজিত করেছে। আজ জিতলেই দলটির সেমির পথ অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আয়োজক চট্টগ্রাম আবাহনী চাচ্ছিল দর্শক টানতে ঢাকার মোহামেডান শেষ চারে উঠে আসুক। কিন্তু চাইলেতো আর হবে না দলটিকেতো জিততে হবে। ফুটবলে মোহামেডানের এখন আর সেই সুদিন নেই। ঘরোয়া ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর পেশাদার লিগে তারা একবারও শিরোপার মুখ দেখতে পারেনি। ২০০২ সালে শেষবারের মতো প্রিমিয়ার লিগে ট্রফি জিতেছিল।

মোহামেডানের মতো দল টানা এক যুগ লিগ জিতবে না তা অবিশ্বাস্যই বলা যায়। যাক এবার তরুণদের নিয়ে দল গড়েও পারফরম্যান্স একেবারে খারাপ ছিল না। ফেডারেশন কাপে সেমিফাইনাল ও লিগে তৃতীয় স্থান দখল করে। চমৎকার নৈপুণ্য প্রদর্শনের কারণে সোহেল রানা জাতীয় দলে ডাক পান। টুর্নামেন্টে শক্তি বাড়াতে রহমতগঞ্জ, বিজেএমসি ও মুক্তিযোদ্ধা থেকে খেলোয়াড়ও সংগ্রহ করে।

 

সর্বশেষ খবর