সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্রাণ ফিরল হকি ক্যাম্পে

ক্রীড়া প্রতিবেদক

প্রাণ ফিরল হকি ক্যাম্পে

এসএ গেমসে অংশ নিতে হকির ক্যাম্প শুরু হয়েছে গত ১৫ অক্টোবর। মাহবুব হারুনের প্রশিক্ষণে বিকেএসপি ক্যাম্পে শুধু সার্ভিসেস দলের খেলোয়াড়রা যোগদান করেন। জাতীয় দলের মূল বা তরকা খেলোয়াড়রা দলবদলের দাবিতে ক্যাম্প বর্জন করেছিল। তাদের স্পষ্ট বক্তব্য ছিল দলবদলের তারিখ ঘোষণা ছাড়া কোনোভাবেই ক্যাম্পে যাবেন না। এদিকে আবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়শেনের মহাসচিব সাহেদ রেজা কড়া ভাষায় জানিয়েছেন মূল খেলোয়াড়রা ক্যাম্পে যোগ না দিলে হকি দলকে এসএ গেমসে পাঠানো হবে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ পদত্যাগের দাবিতে পাঁচ ক্লাব মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিং ২০১৩-১৪ মৌসুম থেকে হকির কর্মসূচি বর্জন করে আসছিল। তারপরও গতবার লিগ মাঠে গড়িয়ে ছিল। কিন্তু এবার আরেক বড় দল ঊষা ক্রীড়া চক্রও বেঁকে বসাতে তিনবার তারিখ দিয়েও দলবদল করা সম্ভব হয়নি। এমন জটিলতায় ক্রীড়ামোদীরা হকির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয় শুক্রবার ফেডারেশনের জরুরি সভায়। এখানে খাজা রহমতউল্লাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দায়িত্বপান দেশের হকির কিংবদন্তি জাতীয় দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেককে। তিনি নির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সাদেক সাধারণ সম্পাদক হওয়ার পরই পাঁচ বিদ্রোহী ক্লাব সন্তোষ প্রকাশ করে। সভায় ডিসেম্বরে দলবদলের তারিখ ঘোষণা হয়। সব ক্লাবই জানিয়ে দেয় তারা দলবদল ও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এদিকে আবার বর্জনকারীরা কাম্পে যোগ দিয়েছেন। তবে কোচ হারুন জানান, মায়ের অসুস্থতার কারণে রাসেল মাহমুদ জিমি ক্যাম্পে এখনো যোগ দেননি। এ ব্যাপারে তার সঙ্গে সাদেক ভাইয়ের কথা হয়েছে। আর পিন্টু জার্মানিতে থাকায় ক্যাম্পে যোগ দেননি। হারুন বলেন, ক্যাম্পে প্রাণের সঞ্চয় হয়েছে। আশা রাখি ভালো প্রস্তুতি নিয়ে এসএ গেমসে যেতে পারব।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর