শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দর্শকের ঢল এমএ আজিজে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এসে হারানো যৌবন ফিরে পেয়েছে ফুটবল। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ব্যাপক সাড়া জাগিয়েছে ফুটবল সমর্থকদের মাঝে। শুরুতে দু-একটি ম্যাচে উলে­খযোগ্য দর্শক উপস্থিত না থাকলেও পরবর্তীতে বাড়তে থাকে। টুর্নামেন্টে দুটো সেমিফাইনালে প্রায় ২০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। চট্টগ্রাম আবাহনী ও কিংফিশার ইস্টবেঙ্গলের মধ্যকার ফাইনালে ভেঙেছে নিকট অতীতের দর্শক উপস্থিতির সব রেকর্ড। এ দিনে টুর্নামেন্টে সবচেয়ে বেশি দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। চট্টগ্রামের ফুটবল দর্শকরা স্টেডিয়ামমুখী হওয়ায় এটিকে শুভ সংকেত হিসেবে দেখছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি আলী আব্বাস বলেন, ‘প্রত্যাশার চেয়ে বেশি দর্শক স্টেডিয়ামমুখী হয়েছে। এটিকে শুভ বার্তা হিসেবে দেখছি। এভাবে দর্শক উপস্থিত হলেও ফুটবলের হারানো গৌরব ফিরে পেতে বেশি দিন অপেক্ষা করতে হবে না।’ ফাইনাল খেলা দেখতে আসা ময়নুল হাছান শরীফ রাসেল ও মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আগে মানসম্পন্ন ফুটবল হতো না বলে মাঠে আসতাম না। কিন্তু শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের প্রায় সব ম্যাচ প্রতিদ্বন্দ্বিতামূলক  হয়েছে। তাই চেষ্টা করেছি মাঠে বসে খেলা উপভোগ করতে।’  

 

 

মানসম্পন্ন খেলা হলে দর্শকরা অবশ্যই মাঠে বসে খেলা উপভোগ করবে। ঘরের দল চট্টগ্রাম আবাহনীকে সমর্থন এবং ভালো একটি ম্যাচের প্রত্যাশা করছি।’ আয়োজক কমিটির চিফ কো-অর্ডিনেটর তরফদার রুহুল আমিন বলেন, ‘কল্পনাই ছিল না দর্শক এভাবে সাড়া দেবে। তাদের সাড়া পেয়ে আমরা খুশি। এখন থেকে নিয়মিত এ টুর্নামেন্ট আয়োজন করা হবে।’ ফাইনাল ঘিরে গতকাল

এম এ আজিজ স্টেডিয়ামে দর্শকের ঢল নামে।

সর্বশেষ খবর