মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তবু এমিলি-জাহিদদের ফিটনেস নিয়ে প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক

তবু এমিলি-জাহিদদের ফিটনেস নিয়ে প্রশ্ন

বিশ্বকাপ বাছাইপর্ব ফুটবলে গ্রুপে বাংলাদেশের দুটো ম্যাচ বাকি রয়েছে। ১২ নভেম্বর তাজিকিস্তানের মাটিতে তাজিকদের মুখোমুখি হবে। ঢাকায় প্রথম পর্বের লড়াইয়ে দুই দেশ পয়েন্ট ভাগাভাগি করেছিল। বিশকেকে খেলে আসার পর বিশ্রাম দিয়ে কোচ ফ্যাবিও লোপেজ শিষ্যদের অনুশীলনে নামিয়েছেন। অবশ্য এর মধ্যে বেশ ক’জন খেলোয়াড় চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নেন। এ আসরের পারফরম্যান্স দেখে দুই ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নতুনভাবে অন্তর্ভুক্তও হয়েছেন ক’জন। তাজিকিস্তানে ফিরতি পর্বে ম্যাচ হবে টার্ফে। বাংলাদেশের ফুটবলাররা টার্ফে খেলতে ততটা অভ্যস্ত নন। খুব কম ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। কোচ লোপেজ তাই শিষ্যদের প্রশিক্ষণ দিচ্ছেন আরামবাগে বাফুফের নিজস্ব টার্ফে। প্রাথমিক স্কোয়াডে ২৯ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে। আজই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। এ দলই ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য অষ্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। ফুটবলে জাতীয় দল গঠন নিয়ে কম বিতর্ক হয়নি। এখন আর সেই উত্তেজনা নেই। আগে বলা হতো কে আবাহনী বা কে মোহামেডানের খেলোয়াড় তা প্রাধান্য দিয়ে জাতীয় দল গড়া হয়। তবে বাছাইপর্বে দুই ম্যাচে প্রাথমিক স্কোয়াডের তালিকা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। বলা হচ্ছে শেখ কামাল টুর্নামেন্টে পারফরম্যান্স দেখে নতুন খেলোয়াড় ক্যাম্পে ডাকা হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত। কিন্তু দেশ সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেনকে স্কোয়াডে ডাকা হলো না কেন? অস্ত্রোপচারের কারণে এমিলি পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। তার নেতৃত্বেই চট্টগ্রাম আবাহনী শেখ কামাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। সত্যি বলতে কি মাঝে নিষ্ক্রিয় থাকলেও এ টুর্নামেন্টে এমিলিকে দেখা গেছে যথেষ্ট পরিশ্রম করতে। আর জাহিদতো অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন। অনেকে বলেছেন, ৫/৬ বছর আগে জাহিদ যে ছন্দময় খেলা খেলেছিলেন সেই নৈপুণ্য এবার তুলে ধরেছেন শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে। নাইজেরিয়ার এলিটা কিংসলে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ছাড়াও ফাইনালে সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। কিন্তু ফাইনালে এলিটা দুই গোল না করলে জাহিদের হাতে উঠতো সেরা পুরস্কারের ট্রফি। প্রতিটি ম্যাচ তিনি অসাধারণ খেলেছেন। একমাত্র হ্যাটট্রিক করেছেন তিনি।

প্রশ্ন উঠেছে এরপরও এমিলি আর জাহিদ প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেন না কেন? এ ব্যাপারে দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, প্রাথমিক বা চূড়ান্ত যেটাই বলি না কেন খেলোয়াড় বাছাই করেন কোচই। এমিলি এ বিষয়ে প্রথমে কথা বলতে চাননি। তারপরও বলেছেন, ‘স্কোয়াডে কারা সুযোগ পাবে এটা পুরোপুরি কোচ ও ম্যানেজমেন্টের ব্যাপার। কিন্তু পত্রিকা পড়ে জানলাম ফিটনেস সমস্যার কারণে আমাকে ও জাহিদকে ট্রায়ালে ডাকা হয়নি। জানি না এ ধরনের মন্তব্য কোচ বা অন্য কেউ করেছেন কিনা? তবে আমরা ফিট কিনা টুর্নামেন্টেই প্রমাণ রেখেছি। ১০ দিনে পাঁচ ম্যাচ খেলেছি। যদি ফিটনেস সমস্যা হতো তাহলে আমরা খেললাম কীভাবে? জানি না ফুটবলে ফিটনেস বলতে প্রকৃত পক্ষে এখন কি বুঝায়।

সর্বশেষ খবর