মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফেদেরার চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

ফেদেরার চ্যাম্পিয়ন

অবশেষে রাফায়েল নাদালকে হারালেন সুইস তারকা রজার ফেদেরার। সর্বশেষ ২০১২ সালে ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়েছিলেন ফেদেরার। এ জয়ে দীর্ঘ তিন বছরের আক্ষেপ দূর হলো সুইস কিংবদন্তির ভক্তদের। অবশ্য ফেদেরারের জয়টা মোটেও সহজে ধরা দেয়নি। রবিবার গভীর রাতে সুইস ইনডোর টুর্নামেন্টে নাদালকে ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে হারিয়েছেন ফেদেরার। স্বদেশের মাটিতে এই নিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি। এর আগে ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১ ও ২০১৪ সালে সুইস ইনডোর টুর্নামেন্ট জিতেছিলেন রজার ফেদেরার। ‘এটাই ব্যাসেলে আমার সেরা জয়। আমার পুরো ক্যারিয়ারে এখানে আমি যা করেছি তার মধ্যে এটাই সবচেয়ে মূল্যবান।’ রাফায়েল নাদালকে হারিয়ে এতটাই আবেগতাড়িত হয়ে পড়েন ফেদেরার। একজন বল বয় হিসেবে দুই যুগ আগে এই ব্যাসেলেই যাত্রা হয়েছিল ফেদেরারের। এরপর থেকে কত নতুন রেকর্ডই না করেছেন তিনি। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পিট সাম্প্রাসকেও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর