মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চিগুম্বুরারা এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

এক সময় মাশরাফি, সাকিবদের কোচ ছিলেন। শিষ্যদের নিয়ে ২০০৭ সালের বিশ্বকাপে হারিয়েছিলেন ভারতকে। হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকেও। সেসব এখন স্মৃতি। কথা হচ্ছে ডেভ হোয়াটমোরকে নিয়ে। বিশ্বকাপের পরপরই বাংলাদেশ ছেড়ে যান শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান হোয়াটমোর। গতকাল দীর্ঘদিন পর আবার ঢাকায় আসেন। এবার আসলেন জিম্বাবুয়ের কোচ হয়ে। তিন ওয়ানডে ও দুটি টি-২০ খেলতে কাল বিকালে ঢাকা পা রাখে জিম্বাবুয়ে। সফরে এল্টন চিগুম্বুরাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সরকার।

এফটিপিতে ছিল না জিম্বাবুয়ে সিরিজ। নিরাপত্তাহীনতার অজুহাতে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। বিশ্বচ্যাম্পিয়নরা সফর স্থগিত করায় ভাগ্যে শিকেয় ছিঁড়ে জিম্বাবুয়েকে। মাঠে ক্রিকেট রাখতে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায় বিসিবি। বিসিবির অনুরোধে সাড়া দিয়ে ঢাকায় পা রাখেন চিগুম্বুরারা। আফ্রিকান প্রতিনিধিদের সফর শুরু হবে ৫ নভেম্বর ফতুল্লা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ দিয়ে। এরপর ৭, ৯ ও ১১ নভেম্বর তিনটি ওয়ানডে বসবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। টি-২০ ম্যাচ দুটি ১৩ ও ১৫ নভেম্বর মিরপুরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর