মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শ্রীনিবাসনের বিদায় ঘণ্টা

ক্রীড়া ডেস্ক

এত ষড়যন্ত্র আর নোংরামির পরও নিজের পদ ধরে রাখতে পারছেন না শ্রীনিবাসন। বিদায় ঘণ্টা বেজে উঠেছে তার। আইসিসির চেয়ারম্যানের পদে এক বছরের মাথায় তাকে ছেড়ে দিতে হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবশালী এক কর্মকর্তাই বিভিন্ন মিডিয়াকে জানিয়েছেন শ্রীনির জায়গায় চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি শংশাঙ্ক মনোহর। আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে গেছে চেন্নাই সুপার কিংস। দুই বছরের নিষেধাজ্ঞাও জুটেছে এই দলের। শ্রীনিবাসনের মালিকাধীন চেন্নাইয়ের এমন কীর্তিকলাপের সঙ্গে তার জামাইয়ের সরাসরি জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। এরপর থেকেই শ্রীনিকে ঘিরে উত্তপ্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এখন তাকে আইসিসি থেকে সরানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সর্বশেষ খবর