মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুমিনুলের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

মুমিনুলের ডাবল সেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সন্তানসম্ভাব্য স্ত্রীকে রেখে সুদূর আমেরিকা থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে অনুশীলন করছেন মাশরাফি বিন মর্তুজা। সিরিজ খেলতে আফ্রিকা সফরের মাঝপথে ফিরেছেন সাব্বির রহমান রুম্মন। জিম্বাবুয়েকে বধ করতে ফেরানো হয়েছে পেসার আল-আমিনকে। পুরো ফিট না থাকায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ। তার জায়গায় নেওয়া হয়েছে নতুন মুখ কামরুল রাব্বিকে। জিম্বাবুয়েকে হারাতে যখন প্রস্তুতি নিচ্ছেন মাশরাফিরা, তখন জাতীয় ক্রিকেট খেলছেন বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক টেস্ট ক্রিকেটার মুমিনুল হক সৌরভ। চট্টগ্রামে হয়ে কাল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে খেলছেন ওয়ালটন জাতীয় ক্রিকেটের শেষ রাউন্ড। শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে খেললেন নিজের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। কাল তৃতীয় দিন শেষে তার নামের পাশে লেখা ২৩৯ রানের ইনিংস। মুমিনুলের দিনে টায়ার টুয়ের আরেক ম্যাচে সিলেটের বিপক্ষে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে রাজশাহী। বৃষ্টি বাধায় কক্সবাজারে তৃতীয় দিনেও খেলা হয়নি ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা বিভাগের ম্যাচটি। চট্টগ্রামে টায়ার ওয়ানের আরেক ম্যাচে তানভীর হায়দারের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৪ রান করে রংপুর। টায়ার ওয়ানে খেলতে বরিশালের দরকার মাত্র ১ পয়েন্ট। চট্টগ্রামের সঙ্গে ড্র করলেও আগামী মৌসুমে টায়ার ওয়ানে খেলবে বরিশাল। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচের যে চিত্র তৃতীয় দিন শেষে, তাতে নিশ্চিত ড্র-ই একমাত্র ফল। বরিশালের ৪৮৯ রানের জবাবে এখনো ব্যাট করছে চট্টগ্রাম। মুমিনুলের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪২৩ রান তুলেছে চট্টগ্রাম। আজ ৬৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে চট্টগ্রাম। হাতে আছে ২ উইকেটে।  মুমিনুল ২৩৯ রানের ইনিংসটি খেলেন ৩২২ বলে। যাতে ছিল ৩৭টি চার। বর্তমানে বরিশালের পয়েন্ট ৫ ম্যাচে ৫৩। সিলেটের বিপক্ষে ১০ উইকেটে জয় পাওয়া রাজশাহীর পয়েন্ট ৬ ম্যাচে ৫৪। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেটের বেঁধে দেওয়া ২৪ রানের টার্গেট পেরুতে রাজশাহী বল খরচ করে মাত্র ৩৮টি। সিলেট প্রথম ইনিংসে হেরে যায় ম্যাচে ১৭৬ রান করে। জবাবে ফরহাদ হোসেন (১৪৪) ও হামিদুল ইসলাম হিমেলের (১০৫) জোড়া সেঞ্চুরিতে ৩৯৫ রান করে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে রুম্মন আহমেদের (১০৫) সেঞ্চুরি সত্ত্বে¡ও ২৪২ রানের বেশি তুলতে পারেনি সিলেট। ফলে টার্গেট দেয় মাত্র ২৪ রানের।

টায়ার ওয়ানে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টানা তৃতীয় দিনের মতো খেলা হয়নি ঢাকা মেট্রোপলিটন-ঢাকা বিভাগের ম্যাচটি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা হয়নি প্রথম দুদিন। কাল তৃতীয় দিন মাঠে খেলা গড়ায়। তাতে তানভীরের (১০৫) সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৪ রান করে রংপুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর