মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাঠে নামছে রিয়াল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

মাঠে নামছে রিয়াল ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরু হয়েছে ফিরতি লেগ। হোম ম্যাচ খেলে দলগুলো এবার ভ্রমণ করবে প্রতিপক্ষের মাঠ। আজ এ গ্রুপে ফেবারিট রিয়াল মাদ্রিদ এবং ফরাসি ক্লাব পিএসজি সান্তিয়াগো বার্নাব্যুতে পরস্পরের মুখোমুখি হচ্ছে। পিএসজির মাঠে দুই দল গোলশূন্য ড্র করেছিল। অবশ্য দুই দলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে আছে। জিতলেই সুযোগ আসবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। আবারও ড্র হলে গোল ব্যবধানের উপর নির্ভর করতে হতে পারে রিয়াল ও পিএসজিকে। দুই দলেরই তিন ম্যাচ খেলে সংগ্রহ দাঁড়িয়েছে ৭ পয়েন্ট করে।

এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে রুশ ক্লাব সিএসকেএ মস্কো। ম্যাচটা রেড ডেভিলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখার জন্য জয়ের বিকল্প নেই তাদের। তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে বি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে লুই ফন গালের শিষ্যরা। অবশ্য সমান পয়েন্ট রয়েছে রুশ ক্লাব সিএসকেএ মস্কোরও। জার্মান ক্লাব উলফসবার্গ ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে অবস্থান করছে। সি গ্রুপে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ আজ মুখোমুখি হচ্ছে কাজাখ ক্লাব আস্তানার। আজ জিতলেই অ্যাটলেটিকোর নকআউট পর্ব অনেকটা নিশ্চিত হয়ে যাবে। সি গ্রুপে ৬ পয়েন্ট করে সংগ্রহ করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং পর্তুগিজ ক্লাব বেনফিকা। এই গ্রুপে বেনফিকা আজ মুখোমুখি হচ্ছে তুর্কি ক্লাব গ্যালাটাসারির। ডি গ্রুপে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আজ মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব সেভিয়ার। এই গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস আছে শীর্ষে। ম্যানসিটির সংগ্রহ ৬ পয়েন্ট। সেভিয়া ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। সেভিয়াকে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছিল ম্যানসিটি। আজ তার বদলা নেওয়ার সুযোগ স্প্যানিশদের সামনে। অবশ্য পেল্লেগ্রিনির শিষ্যরা এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব খেলার জন্য মরিয়া হয়েই লড়াইয়ে নেমেছে। সেভিয়ার বিপক্ষে আজ জিতলে তাদের নকআউট পর্বের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।

সর্বশেষ খবর