বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জয় পেতে মরিয়া চিগুম্বুরা

ক্রীড়া প্রতিবেদক

জয় পেতে মরিয়া চিগুম্বুরা

সংবাদ সম্মেলনে কোচ হোয়াটমোর ও অধিনায়ক চিগুম্বুরা

আইসিসির পূর্ণ সদস্য দেশ হয়েও জিম্বাবুয়ে সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি-২০ সিরিজ হেরে যাওয়ার পর দেশটির সাবেক এক ক্রিকেটার মন্তব্য করে বলেছিলেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ে ক্রিকেটের মৃত্যু হয়েছে।’ কিন্তু এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। তিনি বলেন, ‘ওই রকম হতেই পারে। আমরা এখন ক্রিকেটের দিকেই দৃষ্টি রাখছি। এটাই বেশি গুরুত্বপূর্ণ। গত সিরিজে যেমন খেলেছি, সেখান থেকে উন্নতি করতে হবে। আমি মনে করি এটাই আমাদের শুরু। নতুন প্রতিভারা দলে আসছে। তাদেরকে যত বেশি খেলার সুযোগ দেওয়া হবে, তাদের অভিজ্ঞতা তত বাড়বে। সবাই খেলার ব্যাপারে খুব পজিটিভ। যে কেউ মন্তব্য করতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের সামনে বড় ভবিষ্যৎ পড়ে আছে।’

তবে আফগানদের বিরুদ্ধে হারটা দলপতিকে আহত করে ঠিকই। বিভীষিকাময় সিরিজটার কথা আর মনে রাখতে চান না চিগুম্বুরা। বাংলাদেশের বিরুদ্ধে জিতেই সব কালিমা থেকে যেন মুক্তির পথ খুঁজছেন তিনি। চিগুম্বুরা বলেন, ‘আগে যা হয়েছে তা এখন অতীত। এখন এখানে আলাদা কন্ডিশন, আলাদা প্রতিপক্ষ। আমাদের কাজ এখন নিজেদের দক্ষতা মাঠে ঠিকঠাক মতো প্রয়োগ করা। আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো এবং ইতিবাচক ফলাফল পাব।’

বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে চিগুম্বুরা বলেন, ‘আমরা বাংলাদেশের উইকেটে এবং এখানকার কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমাদের জন্য এটা দারুণ ব্যাপার যে, আমরা এখানে আগেও খেলেছি। সীমিত ওভারের ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে।’

বাংলাদেশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। তাই টাইগারদের নির্দিষ্ট কোনো বিভাগকে এগিয়ে না রেখে সব বিষয়েই গুরুত্ব সহকারে লক্ষ্য রাখার কথা জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক। তিনি বলেন, ‘একটি বিষয় নিশ্চিত করতে হবে যে, আমরা যাতে তাদের (বাংলাদেশের) কোনো বিভাগকে ছোট করে না দেখি। তারা কোন বোলারদের বেশি ব্যবহার করছে, তা খেয়াল রাখতে হবে। কন্ডিশন এবং বোলারদের খেলার ব্যাপারে আমরা দ্রুত মানিয়ে নিতে চাই। কোনো নির্দিষ্ট বিভাগকে নিয়ে আমরা আতঙ্কে থাকতে চাই না।’

বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই ভালো করেন হ্যামিল্টন মাসাকাদজা। কিন্তু এই সফরে জিম্বাবুইয়ান ওপেনার দলে নেই। এ সম্পর্কে চিগুম্বুরা বলেন, ‘তিনি খুব ভালো ক্রিকেটার। একই সঙ্গে এই সফরে যারা দলে আছে, তারাও ভালো কিছু করতে সক্ষম। বাদ পড়া কাউকে নিয়ে চাইলে মন্তব্য করাই যায়। ভালো খেলোয়াড়রা এর আগেও অনেকে বাদ পড়েছে। ক্রিকেটে এমন হয়। যারা এখানে এসেছে তাদের ভালো খেলতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর