বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ

জাতীয় দলে নতুন মুখ জনি

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলে নতুন মুখ জনি

তাজিকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে ফিরতি পর্বের ম্যাচ লড়বে। দুই ম্যাচের জন্য ২৯ জন ফুটবলারকে নিয়ে অনুশীলনও শুরু করেছেন কোচ ফ্যাবিও লোপেজ। ১৩ নভেম্বর তাজিকিস্তান ও ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। জর্ডানের বিপক্ষে ফিরতিপর্বের লড়াই থাকলেও তখন আবার নতুনভাবে ক্যাম্পে খেলোয়াড় ডাকা হবে। সামনের দুই ম্যাচে বাফুফে এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি। তবে এই তালিকা নাকি লোপেজ চূড়ান্ত করে ফেলেছে। ২৫ জন খেলোয়াড় নিয়ে তাজিকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কার্ড সমস্যার কারণে তপু বর্মন ও রাজু যেতে পারছেন না। জানা গেছে চূড়ান্ত দলে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাসুক মিয়া জনির সুযোগ পাওয়া নিশ্চিত বলা যায়। অর্থাৎ ২৩ সদস্য দলে নতুন মুখ জনিই। তাজিকিস্তানে তিন গোলরক্ষক হিসেবে যাচ্ছেন সোহেল, লিটন ও রানা।

অধিনায়কের দায়িত্ব পালন করবেন মামুনুল ইসলামই। অন্যান্য খেলোয়াড়রা হলেন-রায়হান, ওয়ালি ফায়সাল, ইয়াসিন, ক্রেস্ট কুমার, নাসিরুল ইসলাম, নাসির চৌধুরী, জামাল ভূঞা, রনি, শাহেদ, তকলিস, সোহেল রানা, জীবন, কোমল, সজীব, হেমন্ত ভিনসেন্ট, ইয়ামিন মুন্না, ইমন বাবু ও ফয়সল মাহমুদ।

সর্বশেষ খবর