শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অশ্বিন জেতালেন ভারতকে

ক্রীড়া ডেস্ক

নির্বাসন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এবারের মতো নাকাল কখনোই হয়নি দক্ষিণ আফ্রিকা। ভারত সফরে এসে ওয়ানডে ও টি-২০ জিতেছে ঠিকই, কিন্তু টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়েছে পুরোপুরি। নাগপুর টেস্টে প্রোটিয়াসদের একাই বিধ্বস্ত করেন রবিচন্দন অশ্বিন তার স্পিন জাদুতে। অশ্বিনের স্পিনে এতটাই বিষ ছিল যে, দুদিন আগেই অবনত মস্তকে মাঠ ছাড়েন হাশিম আমলারা। চার টেস্ট সিরিজের এখনো একটি বাকি। দিলি­তে টেস্ট গড়াবে ৩ ডিসেম্বর। অথচ তার আগেই সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরিজ নিশ্চিত করার নাগপুরে কাল ভারত ১২৪ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। গত ৯ বছরে এই প্রথম দেশের বাইরে টেস্ট সিরিজ হারল প্রোটিয়াসরা। নাগপুরে ফল হবে এবং স্পিনাররা নায়ক হবেন- আভাস মিলেছিল প্রথম দিনেই। উইকেটের পতন হয়েছিল ১২টি। তবে সবকিছুকে পেছনে ফেলে দ্বিতীয় দিন হয়ে উঠে নায়ক। দ্বিতীয় দিন পতন হয় ২০ উইকেটের। তখনই নিশ্চিত হয়ে যায় প্রোটিয়াসদের হার। ৭৯ রানে অলআউট হয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নামে। ৩২ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করে। কাল ২৭৮ রান পিছিয়ে খেলতে নামে আমলা বাহিনী। কিন্তু অশ্বিন ও অমিত মিশ্রের ঘূর্ণিতে নাজেহাল হয়ে ১৮৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। হার মানে ১২৪ রানে। অশ্বিন তার ক্যারিয়ার সেরা বোলিং করেন। ৩১ টেস্ট ক্যারিয়ারে ১৫ বারের মতো ৫ বা ততোধিক উইকেট নেন অশ্বিন। প্রথম ইনিংসেও ৫ উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ৮৫ রানে নেন ১২ উইকেট। টেস্টে ১০ বা ততোধিক উইকেট নেন চারবার। চলতি সিরিজে এখন পর্যন্ত উইকেট নেন ২৪টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর