রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এল ক্ল্যাসিকো দুঃখ ভুলতে চান রোনালদোরা

ক্রীড়া ডেস্ক

এল ক্ল্যাসিকো দুঃখ ভুলতে চান রোনালদোরা

সান্তিয়াগো বার্নাব্যুর এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে পরাজিত রিয়াল মাদ্রিদ এখন আহত সিংহের মতোই। ৪-০ গোলের পরাজয়ের দুঃখ ভুলতে বেশ সময় লাগবে লস ব্ল্যাঙ্কোসদের। যদিও রিয়াল মাদ্রিদ বলছে, ক্ল্যাসিকোর দুঃখ তারা সেই কবে ভুলে গেছে। অবশ্য এই পরাজয়ের দুঃখ ভুলতে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছে ইউক্রেনিয়ান ক্লাব শাখতারকে। তবে এই জয়ও দুঃখ ভোলাতে পারেনি রিয়ালের। আজ লা লিগায় জয়ের সন্ধানে মাঠে নামছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। অ্যাইবারের মাঠে খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসেমিরো বলছেন, ‘আমরা ক্ল্যাসিকোকে অনেক পিছনে ফেলে এসেছি। এটা ভুলে এবার সামনে এগিয়ে যেতে চাই।’ ক্ল্যাসিকোতে না খেললেও কাসেমিরো রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে ফিরেছেন গত ম্যাচেই। এদিকে অ্যাইবারও রিয়াল মাদ্রিদকে পরাজিত করার স্বপ্ন দেখছে। স্প্যানিশ মিডফিল্ডার আদ্রিয়ান গঞ্জালেস মোরালেস তার পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে বললেন, ‘আমরা জানি প্রতিপক্ষ তাদের সেরা সময়ে নেই। আর আমরাও দারুণ খেলছি।’ তবে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে কতটা ভয়ঙ্কর তা ভালোই জানে অ্যাইবার।

সর্বশেষ খবর