সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রাম পর্বের পর্দা উঠছে আজ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম পর্বের পর্দা উঠছে আজ

মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত এনামুল, রবিউল ও তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের চট্টগ্রাম পর্বের পর্দা উঠছে আজ। এ পর্বে চার দিনে আটটি ম্যাচ খেলবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিপিএলকে ঘিরে চট্টগ্রামের আকাশে বাতাসে উৎসব, উৎসব রব। কিন্তু টুর্নামেন্টে এখনো নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম-এনামুলরা। চার ম্যাচের তিনটিতে হেরে অনেকটা ব্যাক ফুটে চাটগাঁর তামিম অ্যান্ড কোং। কিন্তু নিজের মাঠে সেরা খেলাটাই উপহার দিতে চায় তামিমরা। জয়ের টনিক হিসেবে কাজ করতে পারে চিটাগাং ভাইকিংসে’র থিমসং  ‘আঁরা চাটগাঁইয়্যা নওজোয়ান। দইজ্জ্যার কুলত বসত গরি, আঁরা সিনা দিই ঠেহায় ঝর তুফান।’  আজকের ম্যাচে বরিশাল বুলসের বিরুদ্ধে ‘সিনা ঠেকিয়ে’ জয় ছিনিয়ে নিবে চিটাগাং ভাইকিংস এমন প্রত্যাশা চট্টগ্রামের দর্শকদের।

আজকের ম্যাচটিকে ঘিরে চট্টগ্রামের ক্রিকেটানুরাগদের মধ্যে বিরাজ করতে দারুণ উম্মাদনা। চিটাগাং ভাইকিংসের সাফল্য কামনা করে নগরীর বিভিন্ন পয়েন্টে বাজানো হচ্ছে  চিটাগাং ভাইকিংসের থিমসং ‘আঁরা চাটগাঁইয়্যা নওজোয়ান...’ তবে তামিম, এনামুল, জিয়া, আমির, আজমলদের নিয়ে ভাইকিংসের হেভিওয়েট স্কোয়াডটি এখনো নামের প্রতি সুবিচার করতে পারেনি। চার ম্যাচের দুটি ম্যাচে বড় স্কোর গড়েও কাক্সিক্ষত জয় পায়নি। সিলেট সুপার স্টারস বিরুদ্ধে জয় পেলেও তার ব্যবধান ছিল মাত্র এক রানের। চার ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে চিটাগাং ভাইকিংস। নিজের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শক্তিশালী বরিশাল বুলসের বিরুদ্ধে সেরা পারফম্যান্সটাই ঢেলে দিতে চায় চিটাগাং ভাইকিংস। এর মধ্যদিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের এগিয়ে নিতে চায় তারা। চট্টগ্রাম পর্বে নিজের প্রথম ম্যাচেই বরিশালকে হারাতে মরিয়া চিটাগাং ভাইকিংস। নিজের মাঠে জয়ের ধারায় ফিরতে মরিয়া ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘হোম গ্রাউন্ডে একটু তো প্রেসার থাকবে। তবে এ প্রেসার কিছুই না। হোম গ্রাউন্ডে জয়ের ধারায় ফিরতে চাই। একটি জয়ই আমাদের বদলে দেবে। তাই একটি জয়ের জন্য আমরা মরিয়া।’

দ্বিতীয় পর্বে আজ দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস-বরিশাল বুলস। দিনের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টারস। অ্যাকশন সঠিক না হওয়ায় আইসিসি নিষিদ্ধ করেছে কুমিল্লার ক্যারিবীয় স্পিনার সুনিল নারাইনকে। তিনি আর বিপিএলে খেলতে পারবেন না। দ্বিতীয় পর্বে দিনের দ্বিতীয় ম্যাচের সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। প্রথম ম্যাচ দুপুর ২টায় শুরু হলেও দ্বিতীয়টি  হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

সর্বশেষ খবর