সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ত্রিরত্নে দুর্দান্ত বার্সা

ক্রীড়া ডেস্ক

ত্রিরত্নে দুর্দান্ত বার্সা

তিন ম্যাচে ১৪ গোল। এমএসএন কী দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনার স্কোরলাইনই এর প্রমাণ। শনিবারও তারা ৪-০ গোলে হারিয়েছে রিয়াল সুসিদাদকে। এ জয় লা লিগায় কাতালানদের শীর্ষস্থানকেই আরও মজবুত করল। চারটা গোল ভাগ করেছেন মেসি-নেইমার-সুয়ারেজ। দুটি গোল করেছেন নেইমার। এর মধ্য দিয়েই ব্রাজিলিয়ান এ তারকা লা লিগায় গোলদাতার তালিকায় শীর্ষস্থান পাকাপোক্ত করেছেন। চলতি মৌসুমে এরই মধ্যে ১৪ গোল করেছেন নেইমার। ১২ গোল নিয়ে লুইস সুয়ারেজ আছেন দ্বিতীয় স্থানে। মেসি করেছেন ৪ গোল। এমএসএন চলতি মৌসুমে মোট ৪৩ গোল করেছেন এরই মধ্যে। বার্সেলোনাকে যে আরও একটা অসাধারণ মৌসুম উপহার দিতে চলেছেন এই ত্রয়ী এ পরিসংখ্যান বোধ হয় তারই প্রমাণ।

বার্সেলোনা লা লিগায় চলতি মৌসুমে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করেছে। কাতালানরা সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ অনেকটাই পিছনে পরে গেল। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারা আছে তিন নম্বরে। লিওনেল মেসি, নেইমার এবং লুইস সুয়ারেজ। শনিবার তিনজনই ছিলেন দুর্দান্ত। নেইমার অসাধারণ দুটি গোল করেছেন। মেসিকে দিয়ে একটি গোল করিয়েছেন। সুয়ারেজও একটি গোল করেছেন। আর মেসি ছিলেন আপন আলোয় উদ্ভাসিত। যেমনটা বললেন তার প্রিয় সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। ‘মেসি গোল না করলেও তার ঔজ্জ্বল্য একটুও কমে না। সে সব সময়ই অসাধারণ।’ ইনিয়েস্তাই কেবল নয়, মেসির প্রয়োজন স্বীকার করেন নেইমার এবং সুয়ারেজও। নেইমার যেমন এখনো মেসিকেই তার গুরু স্বীকার করেন। সুয়ারেজও বার্সেলোনায় নিজেকে মেসির ডেপুটিই মনে করেন। এমএসএনের সফলতার সবচেয়ে বড় কারণ এটাই। কাগজে-কলমে আন্দ্রেস ইনিয়েস্তা প্রধান সেনাপতি হলেও দায়িত্বটা পালন করেন মেসিই। ড্রেসিং রুমে মেসিকে ঘিরেই আবর্তিত হয় সবকিছু। তার বন্ধুসুলভ আচরণ জয় করে নেয় শত্রু-মিত্র সবাইকে। বার্সেলোনার ড্রেসিং রুমের এই পরিবেশকেই অনেকে তাদের সফলতার প্রধানতম কারণ হিসেবে মনে করছেন। এই ত্রয়ী যদি বর্তমান ফর্ম ধরে রাখেন মৌসুমের শেষ পর্যন্ত তবে কে জানে, আরও একবার হয়তো কাতালানরা জয় করতে চলেছে ট্রেবল (লা লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে)!

সর্বশেষ খবর