সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জয়ের ধারায় ফিরতে চান তামিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জয়ের ধারায় ফিরতে চান তামিম

নিজের মাঠে জয়ের ধারায় ফিরতে চায় চিটাগাং ভাইকিংস। আজ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন শেষে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘হোম গ্রাউন্ডে একটু তো প্রেসার থাকবে। তবে এ প্রেসার কিছুই না। হোম গ্রাউন্ডে জয়ের ধারায় ফিরতে চাই। একটি জয়ই আমাদের বদলে দেবে। তাই একটি জয়ের জন্য আমরা মরিয়া।’ বিপিএল তৃতীয় আসরে চার ম্যাচ খেলে চিটাগাং ভাইকিংস জয় পেয়েছে মাত্র একটিতে। পয়েন্ট তালিকায়ও ভাইকিংসের অবস্থান একেবারে তলানির দিকে। বিপিএলে নিজেদের পারফরমেন্স নিয়ে তামিম বলেন, ‘ঢাকায় দুটো জেতা ম্যাচ হেরে গেছি। নিজেদের মাঠে চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার। আশা করছি আমরা চট্টগ্রাম থেকে কামবেক করব।’ টুর্নামেন্টে তামিম ও আমের নামের প্রতি সুবিচার করলেও দলীয় পারফরমেন্স তেমন ভালো নয়। চিটাগাং ভাইকিংসের অন্য কোনো খেলোয়াড়ও নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেনি।  সাঈদ আজমল, উমর আকমল, এল্টন চিগুম্বুরা, রবিন পিটারসেন, জীবন মেন্ডিস, চামারা কাপুগেদারার মতো তারকারা এখন পর্যন্ত কোনো দ্যুতি ছড়াতে পারেননি। তারপর নিজ দলের খেলোয়াড়দের উপর সন্তুষ্ট তামিম। তিনি বলেন, ‘তারা চেষ্টা করেছে ভালো খেলতে। এখন পর্যন্ত খেলোয়াড়রা যে পারফরমেন্স করেছে তাতে আমি খুশি। আশা করছি আগামী ম্যাচগুলোতে সবাই আরও ভালো খেলবে।’ পাকিস্তানি ক্রিকেটার আমের ও আজমলের বিষয়ে তামিম বলেন, ‘আমের উইকেট টেকিং বোলার। ও অসাধারণ বল করছে। আজমল চ্যাম্পিয়ন বোলার। আমাদের প্রত্যাশা আজমল দ্রুত নিজেকে খুঁজে পাবে।’ ঢাকার মাঠে দলগুলোকে রান খরায় ভুগতে দেখা গেছে। বিপিএলের ঢাকা পর্বের ম্যাচগুলো ছিল লো-স্কোরিং। যা নিয়ে হচ্ছে সমালোচনা। তবে চট্টগ্রামের উইকেট হবে ব্যাটিংবান্ধব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের তামিম বলেন, ‘বিপিএলের আগে সাউথ আফ্রিকার ট্যুরে রান হয়েছিল এ মাঠে। আশা করছি এ মাঠে ১৬০-১৭০ রান উঠবে।’ তামিম জিততে চাচ্ছেন। অপর দিকে একটি জয় চাচ্ছেন মুশফিকুর রহিমও। চাচ্ছেন জয়ের রাস্তায় সিলেট সুপার স্টারসকে উঠাতে। সিলেট টানা চার ম্যাচে হেরেছে। জয়ে ফিরতে মরিয়া তারা। সিলেটের জন্য খুশির খবর, দলের সেরা পেসার রুবেল হোসেন ফিরছেন। ইনজুরির জন্য অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে  ভারত সফরের সময় ইনজুরিতে পড়েছিলেন। এরপর ইনজুরির জন্য খেলতে পারেননি জিম্বাবুয়ে  সিরিজে। এবার পরোপুরি সুস্থ হয়ে ফিরছেন বিপিএলে। 

সর্বশেষ খবর