সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঐতিহাসিক টেস্ট জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

টেস্ট ইতিহাসে নিজেদের অবস্থানকে আরও উপরে ঠাঁই দিল অস্ট্রেলিয়া। অভিষেক টেস্ট খেলে এমনিতেই ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট খেলুড়ে দেশটি। এবার স্থায়ী হলো গোলাপি বল ও ফ্লাড লাইটের আলোয় টেস্ট খেলে। মজার বিষয়, দুটি টেস্টেই হাসিমুখে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। ১৩৮ বছর আগে অভিষেক টেস্টে হারিয়েছিল ইংল্যান্ডকে। এবার গোলাপি বল ও ফ্লাড লাইটের আলোয় অ্যাডিলেডের ঐতিহাসিক টেস্টে ৩ উইকেটে নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। লো স্কোরিং টেস্টটির ফল এলো তিন দিনেই। এই জয়ে সিরিজও নিজেদের কাছে রেখে দিল অস্ট্রেলিয়া।  এ নিয়ে অস্ট্রেলিয়া টানা অষ্টম সিরিজ জিতল নিউজিল্যান্ডের বিপক্ষে।  বহুদিন ধরেই আলোচনা হচ্ছিল গোলাপি বল ও ফ্লাড লাইটের আলোয় টেস্ট খেলার কথা। বেশ কয়েকবার সিদ্ধান্তও নিয়েছিল আইসিসি। কিন্তু হই হই করে হচ্ছিল না। অবশেষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রাজি হয় সিরিজের একটি টেস্ট ফ্লাড লাইটের আলোয় ও গোলাপি বলে খেলতে। স্টিভেন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককুলাম টস করতে নেমে ইতিহাসের বাক্সবন্দী করেন অ্যাডিলেড টেস্টটিকে। তিন দিনে ফল হলেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ব্ল্যাক ক্যাপসদের প্রথম ইনিংসে ২০২ রানের জবাবে স্বাগতিকদের ইনিংস থামে ২২৪ রানে। ২২ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ২০৮ রানে। আসলে ম্যাককুলাম বাহিনীকে থামিয়ে দেন জশ হ্যাজলওড ৭০ রানে ৬ উইকেট নিয়ে। স্মিথবাহিনীর টার্গেট দাঁড়ায় ১৮৭ রান। মামুলি টার্গেট। কিন্তু টপকাতে ঘাম ঝড়াতে হয়েছে স্মিথ বাহিনীকে। ট্রেন্ড বুল্টের বিধ্বংসী বোলিংয়ে ৭ উইকেট খুঁইয়ে ফেলে অসিরা। তবে শ্যন মার্শের ৪৯ রানে ভর করে ঐতিহাসিক জয় তুলে নেয়।

সর্বশেষ খবর