সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেমির পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফেবারিট হিসেবে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। থাইল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জাহানারা আলমরা ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। টানা দ্বিতীয় জয়ে বাছাইপর্বের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে মহিলা দল। প্রথম ম্যাচে ৭৩ রানে স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়েছিল জাহানারারা। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে পাপুয়া নিউগিনি ৭ উইকেটে হারিয়েছে থাইল্যান্ডকে। ‘বি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ড ২৮ রানে চীনকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এই গ্রুপ থেকে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জিম্বাবুয়ে মহিলা দলও।     

ব্যাংককের এশিয়ান ইনিস্টিটিউট অ্যান্ড টেকনোলোজি মাঠে দুরন্ত বোলিং করে স্কটিশ মহিলাদের মাত্র ৫৩ রানে গুড়িয়ে দেন জাহানরারা। স্কটল্যান্ডের পক্ষে ব্রইসি একমাত্র দুই অংকের ১৩ রান করেন। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ৯ রানে ৩টি, খাদিজাতুল কুবরা ১৩ রানে ২টি এবং জাহানারা, পান্না ঘোষ, ফাহিমা ১টি করে উইকেট নেন। ৫৪ রানের টার্গেটে দুই ওপেনার আয়েশা রহমান ও শারমিন আক্তার ৫৩ রান তুলে বড় জয়ের পথেই এগোচ্ছিল। ১১.৩ ও ১১.৪ ওভারে দুই ওপেনার শারমিন ও আয়েশা সাজঘরে ফিরলে খানিকটা উত্তেজনার সৃষ্টি হয়। এই উত্তেজনা জয়ের ব্যবধান কমালেও ফলের উলট-পালট করতে পারেনি। আয়েশা ৩৪ বলে ২৪ ও শারমিন ২৫ বলে ২৬ রান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর