সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ উন্মুক্ত আন্তর্জাতিক ব্যাডমিন্টনের পর্দা উঠছে আগামীকাল। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, নেপাল, কম্বোডিয়া ও শ্রীলঙ্কার ১৩৩ জন শাটলার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবেন। এরমধ্যে ৮৩ জন পুরুষ ও ৫০ জন মহিলা প্রতিযোগী রয়েছেন। পুরুষ একক, মহিলা একক, পুরুষদ্বৈত, মহিলাদ্বৈত ও মিশ্র দ্বৈতের ইভেন্ট থাকছে। বাংলাদেশে এটি তৃতীয়বার আন্তর্জাতিক র‌্যাঙ্কিং টুর্নামেন্ট হচ্ছে। আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে র‌্যাঙ্কিং অর্জন করে অনেক শাটলারই আগামীবছর রিও অলিম্পিকের জন্য নির্বাচিত হবেন। তাই বিদেশিদের জন্য এটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ভালোকিছু করার লক্ষ্যে বাংলাদেশের শাটলাররাও নিজেদের প্রস্তুত করেছেন।

পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৬৫ লাখ টাকা। এর মধ্যে প্রাইজমানি ধরা হয়েছে প্রায় ১২ লাখ টাকা। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফেডারেশন সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা, ইউনেক্সের ক্যাথরিন লিমন ও বাংলাদেশের প্রতিনিধি কাজী ইউশা মিশু উপস্থিত থেকে সাংবাদিকদের তথ্য উপস্থাপন করেন।

সর্বশেষ খবর