বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অবশেষে ভাইকিংসের জয়

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

অবশেষে ভাইকিংসের জয়

অবশেষে ঘরের মাঠে জ্বলে উঠল চিটাগাং ভাইকিংস। টানা দুই ম্যাচে পরাজয়ের পর গতকাল দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে সিলেট সুপার স্টারসকে উড়িয়ে দিয়েছে তারা। ১০ উইকেটে সহজ জয়। এ আসরের সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। ‘লোকাল হিরো’ তামিম ইকবালের ব্যাটিং প্রাণভরে উপভোগ করলেন চট্টগ্রামবাসী। ভাইকিংসের অধিনায়ক মাত্র ৫১ বলে খেলেছেন ৬৭ রানের অপরাজিত ইনিংস। চলতি আসরে তামিমের তৃতীয় হাফ সেঞ্চুরি এটি। গতকাল হেসেছে লঙ্কান তারকা তিলকারত্নে দিলশানের ব্যাটও। তিনিও খেলেছেন ৬৭ রানের ইনিংস। ৬টি বাউন্ডারির সঙ্গে ৩টি বিশাল ছক্কা। এখন পর্যন্ত আসরে সবচেয়ে বেশি ছক্কা এসেছে যার ব্যাট থেকে, সেই তামিম কাল কোনো ছক্কা হাঁকাননি। তবে জাতীয় দলের ড্যাসিং ওপেনারের ইনিংসে ছিল ৮টি দৃষ্টিনন্দন চারের মার। দুই ওপেনার অপরাজিত থেকেই জয় নিয়ে কাল মাঠ ছাড়েন। তামিম-দিলশানের ১৪০ রানের জুটি-ই বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ। গতকাল চট্টগ্রামে এসেই ঝড় তুলেছিলেন ‘বুম বুম’ আফ্রিদিও। সিলেট সুপার স্টারসের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৪১ বলে খেলেন ৬২ রানের ইনিংস। ৫টি বাউন্ডারির সঙ্গে ৪টি বিশাল ছক্কা। মাত্র ২২ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারানোর পর মহাবিপদে পড়েছিল সিলেট। আফ্রিদি ২২ গজে যাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে আসে মুশফিকের। শেষ পর্যন্ত পাকিস্তানি মারকুটে ব্যাটসম্যানের ঝড়ো হাফ সেঞ্চুরিতেই ১৩৯ রানের স্কোর করতে পেরেছিলেন মুশফিকরা। কিন্তু আফ্রিদির দাপুটে ব্যাটিংয়ের পরও শেষ রক্ষা হয়নি দলটির। চিটাগাং কোনো উইকেট না হারিয়েই জিতে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর