শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রথম ছয় ওভারেই ম্যাচ শেষ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাওয়ার প্লে। প্রথম ছয় ওভারে যারা ভালো করতে ম্যাচের ভাগ্য তাদের দিকেই হেলে পড়বে। গতকাল বরিশাল বুলসের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে মাত্র ২৮ রান করে রংপুর রাইডার্স। মূলত তখনই পিছিয়ে পড়ে সাকিবের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের কোচ শেন জার্গেনসন বলেন, ‘ব্যাটিং করতে হবে পিচের অবস্থা বুঝে। টি-২০ ক্রিকেট এমনই, প্রথম ছয় ওভারে হারলে ম্যাচ হাত ছাড়া হয়ে যায়।’ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কাল রাইডার্স হেরে যায় ৬ উইকেটে। প্রথমে ব্যাটিং করে ১০৪ রানের বেশি করতে পারেনি রংপুর। রান কম হওয়ার ব্যাখ্যায় কোচ বলেন, ‘আমরা উইকেট থেকে সুবিধা পাইনি। একটু বেশি আক্রমণাত্মক ছিলেন ব্যাটসম্যানরা। টি-২০ এভাবেই খেলতে হবে। কিন্তু আমরা বেশি উইকেট হারিয়ে ফেলেছিলাম। আমাদের আরও কিছু রান দরকার ছিল।’ জার্গেনসনের দাবি আর কিছু রান হলেই ম্যাচের ভাগ্য ঘুরে যেত। তাই ব্যাটসম্যানদের আরও সতর্ক হওয়া দরকার ছিল। অসি কোচ বলেন, ‘আজ আমরা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। এটি কোনো ক্রমেই ১৭০ রান করার মতো উইকেট ছিল না। কিন্তু আমরা প্রত্যাশিতভাবে ভালো খেলতে পারিনি। আমাদের অনেক ভালো ব্যাটসম্যান ছিল, তারপরেও ভালো করতে না পারাটা হতাশার। আর ১০-১৫টা রান দরকার ছিল। তাহলে হয়তো ফলাফলে ভিন্ন চিত্র দেখা যেত।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর