বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাকিবকে সরিয়ে শীর্ষে অশ্বিন

ক্রীড়া ডেস্ক

প্রিয় কন্যা সন্তানের পাশে থাকতে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথেই মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে যান সাকিব আল হাসান। তাই খেলা হয়নি সিরিজ। তার ওপর দক্ষিণ আফ্রিকার খেলা হয়নি টেস্ট ক্রিকেটও। সে জন্য  নামের পাশে জমা হয়নি র‌্যাঙ্কিংয়ের কোনো পয়েন্ট। তাই টেস্ট সেরা অলরাউন্ডারের স্থানটি হারিয়েছেন। সাকিবকে হটিয়ে শীর্ষস্থানটি এখন নিজের করে নিয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দন অশ্বিন। সদ্য শেষ হওয়া দিল্লি টেস্টের পারফরম্যান্সই অশ্বিনকে শীর্ষে জায়গা করে দিয়েছে। ফিরোজ শাহ কোটলাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩৭ রানের জয়ী টেস্টের এক ইনিংসে ব্যাট করে ৫৬ রান করেন অশ্বিন। বল হাতে দুই ইনিংসে উইকেট নেন ৭টি। সব মিলিয়ে চার টেস্ট সিরিজে অশ্বিনের উইকেট ৩১টি।

সর্বশেষ খবর