মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লার অলিগলিতে উৎসবের প্রস্তুতি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আজ। বরিশাল বুলসের বিপক্ষে ফাইনাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবার কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা কুমিল্লার ক্রীড়ামোদীদের। এনিয়ে কুমিল্লার পাড়া-মহল্লা এবং অলিগলিতে উৎসবের প্রস্তুতি চলছে।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের খেলার দিন নগরীর রাস্তা ফাঁকা হয়ে যায়। বাসায় টিভি সেটের সামনে বসে পড়েন নারী-শিশু সবাই। এছাড়া রাস্তায় টিভি শো-রুমের পাশে খেলা দেখতে ভিড় জমায় পথচারীরা। হল, মেস, বাসা-বাড়ি থেকে খেলার সময় উল্লাস ধ্বনি ভেসে আসে। রাস্তায় নামে বিজয় মিছিল। নগরীতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সি বিক্রি হচ্ছে দেদারসে। তরুণ-তরুণীরা এ জার্সি পরে তাদের সমর্থনের  জানান দিচ্ছেন।

নগরীর বিভিন্ন স্থানে দলের শুভ কামনায় ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। নগরী, উপজেলা সদর ও গ্রামে ব্যক্তি এবং বিভিন্ন ক্লাবের উদ্যোগে প্রজেক্টেরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। খেলা নিয়ে কুমিল্লা জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।  কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ানস কুমিল্লাকে গর্বিত করেছে। এজন্য দলের প্রধান উপদেষ্টা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও দলের চেয়ারপারসন নাফিসা কামালের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু বলেন,পথিকৃৎ কুমিল্লার আরও গৌরব বাড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সর্বশেষ খবর